Bankura Forest: সাবধান! রাজ্যের এই জঙ্গলে বাড়ছে বাঘ, চিতা, নেকড়ে! এলাকার মহিলারা কী করছে জানেন?

Last Updated:

জেলায় বিগত কয়েক বছরে বেড়েছে গাছপালার পরিমাণ, বাঁকুড়ার জঙ্গলে বাড়ছে বাঘ, চিতা, নেকড়ে।

+
জঙ্গলে

জঙ্গলে বাঘের ছবি

বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরীঃ বিগত কয়েক বছরে দক্ষিণবঙ্গে বেড়েছে গাছপালার পরিমাণ, তার সঙ্গে বাঁকুড়াতেও বেড়েছে গাছপালার পরিমাণ, বলছেন মুখ্য বনপাল। কীভাবে হল তা সম্ভব হল? এতে রয়েছে মহিলাদের বিশেষ ভূমিকা! পুরো বিষয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং জেলার জন্য যথেষ্ট ভাল। গাছপালার সংখ্যা বাড়ার পাশাপাশি জিনাতের পরে বাঁকুড়াতে এসেছে আরেকটি বাঘ। আসছে চিতাবাঘ! বাড়ছে বন্যপ্রাণী সংখ্যা, তাহলে কি পরিবর্তন হচ্ছে বনাঞ্চলের? কী বলছেন মুখ্য বনপাল? কী পরিস্থিতি রয়েছে বাঁকুড়ার বনাঞ্চলে?
আরও পড়ুনঃ শাঁখা পরতে ভালবাসেন? আপনার জন্যে সেরা ঠিকানার সন্ধান, সূক্ষ্ম নকশা থেকে সোনা-রুপোর কাজ, এখানে মিলবে সব
বিগত কয়েক বছরে দক্ষিণবঙ্গ-সহ বাঁকুড়াতে গাছপালার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বললেন বনদফতরের কেন্দ্রীয় মুখ্য বনপাল এস কুনাল ডাইভেল। বৃহস্পতিবার বাঁকুড়ার দক্ষিণ বন বিভাগের সিমলাপাল বীটের বিবড়দা গ্রাম পঞ্চায়েতের খাটাবাঁধা গ্রামে বার্ষিক সাধারণ সভায় তিনি এই কথা বলেন।
advertisement
আরও পড়ুনঃ প্রতিবেশী মহিলাকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, খুনের হুমকি! বাঁকুড়ায় ব্যক্তির কাণ্ডে ছিছিক্কার
এদিন মুখ্য বনপাল বলেন বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গল বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীরাও ফিরতে শুরু করেছে এই জঙ্গলে। গত কয়েক মাস আগে বাঘিনী জিনাতকে ধরার পর আরও একটি বাঘ এসেছে বাঁকুড়ার জঙ্গলে! এমনকি হাতি, বাঘের পাশাপাশি নেকড়ে, চিতাবাঘেরও উপস্থিত লক্ষ্য করা গিয়েছে বলে তিনি জানান।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও জঙ্গল তৈরি ও রক্ষায় মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি পরিবারের ভাল-মন্দে যেমন তাঁদের ভূমিকার উপর নির্ভর করে, তেমনই জঙ্গল রক্ষাতেও তাঁদের ভূমিকাও অনস্বীকার্য। মুখ্য বনপাল জানিয়েছেন, “বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলে হাতি, বাঘের পাশাপাশি নেকড়ে, শেয়াল ও হরিণ এছাড়া বিভিন্ন ধরনের পশু পাখি আশ্রয় নিচ্ছে। আগের থেকে বাঁকুড়ার জঙ্গলে পশু-পাখির সংখ্যাটা এখন বেড়েছে। কারণ এই জঙ্গলে থাকার জায়গা রয়েছে। আমরা তাদেরকে ধরছি না কোনও রকম বিরক্ত করছি না। অর্থাৎ বাঁকুড়ায় জঙ্গল বাড়ার পাশাপাশি বন্যপ্রাণের সংখ্যাও বাড়ছে। ফলে সার্বিক উন্নতি হয়েছে বাঁকুড়ার জঙ্গল!”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura Forest: সাবধান! রাজ্যের এই জঙ্গলে বাড়ছে বাঘ, চিতা, নেকড়ে! এলাকার মহিলারা কী করছে জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement