Bankura: প্রতিবেশী মহিলাকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, খুনের হুমকি! বাঁকুড়ায় ব্যক্তির কাণ্ডে ছিছিক্কার

Last Updated:

বচসা চরমে উঠলে বাবু মাঝি প্রতিবেশী উন্নতি মন্ডলকে রাস্তায় ফেলে বেত দিয়ে এলোপাথাড়ি মারধর করেন।

পুরনো শত্রুতার জেরে প্রতিবেশী মহিলাকে মারধর (ছবি সৌজন্যেঃ এআই)
পুরনো শত্রুতার জেরে প্রতিবেশী মহিলাকে মারধর (ছবি সৌজন্যেঃ এআই)
সোনামুখী, বাঁকুড়া, দেবব্রত মণ্ডলঃ বাড়ির নিকাশি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। তা নিয়ে মামলাও চলছে। এরই মাঝে পুরানো শত্রুতার জের টেনে বাড়ির সামনে খড় নামানোকে কেন্দ্র করে বচসা বাধে দুই প্রতিবেশীর মধ্যে। আর তার জেরেই প্রতিবাদী গৃহবধূকে রাস্তায় ফেলে নৃশংস ভাবে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার নিত্যানন্দপুর গ্রামের।
আরও পড়ুনঃ ১০২৫টি হারিয়ে যাওয়া মোবাইলের ‘সন্ধান’! ফেরানো হল মালিকদের হাতে, কীভাবে এমন অসাধ্য সাধন রাজ্যের এই জেলায়?
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়ার সোনামুখী থানার নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা নেপাল মন্ডলের সঙ্গে বাড়ির নিকাশি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে প্রতিবেশী বাবু মাঝির পরিবারের। বিবাদ গড়িয়েছে আদালত পর্যন্ত। বিষ্ণুপুর মহকুমা আদালতে দুই প্রতিবেশীর অশান্তি নিয়ে মামলা চলছে। এরই মাঝে ১২ অগাষ্ট স্থানীয় আর এক ব্যক্তি নেপাল মন্ডলের বাড়ির সামনে ইঞ্জিন ভ্যান থেকে খড় নামাচ্ছিলেন। বিষয়টি নিয়ে নেপাল মন্ডলের স্ত্রী উন্নতি মন্ডল প্রতিবাদ জানালে ঘটনাস্থলে হাজির হন বাবু মাঝি। অভিযোগ খড় নামানোর প্রতিবাদ করায় উন্নতি মন্ডলের সঙ্গে বচসায় জড়ান বাবু মাঝি। বচসা চরমে উঠলে বাবু মাঝি উন্নতি মন্ডলকে রাস্তায় ফেলে বেত দিয়ে এলোপাথাড়ি মারধর করেন।
advertisement
আরও পড়ুনঃ শাঁখা পরতে ভালবাসেন? আপনার জন্যে সেরা ঠিকানার সন্ধান, সূক্ষ্ম নকশা থেকে সোনা-রুপোর কাজ, এখানে মিলবে সব
মামলা প্রত্যাহার না করলে উন্নতি মন্ডল ও তাঁর স্বামী নেপাল মন্ডলকে খুনের হুমকি দেওয়ার অভিযোগও উঠে বাবু মাঝির বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হন উন্নতি মন্ডল। ওই গৃহবধূর হাতে ও মুখে চোট লাগে। গুরুতর আহত উন্নতি মন্ডলকে সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান পরিবারের লোকজন। অভিযোগ দায়ের করা হয় সোনামুখী থানায়। ঘটনায় বাবু মাঝির কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতা উন্নতি মন্ডল ও তাঁর পরিবার। অভিযুক্ত বাবু মাজিকে গ্রেফতার করেছে সোনামুখী থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura: প্রতিবেশী মহিলাকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, খুনের হুমকি! বাঁকুড়ায় ব্যক্তির কাণ্ডে ছিছিক্কার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement