Bankura News: বাঁকুড়ার দামাল ছেলেদের কারনামা! ভূতের ভয়ে আত্মারাম খাঁচাছাড়া গোটা বিশ্বের
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
গল্পটি হল একটি ভূতের। চার বন্ধু এক জায়গায় বেড়াতে যায় তারপর যা হল
বাঁকুড়া: ১৫ এপ্রিল পয়লা বৈশাখে একটি নতুন ছবি মুক্তি পেল। ছবির নাম আদিগড়। এই ছবিতে যারাই কাজ করছেন তারা প্রত্যেকেই নতুন। ছাতনা গ্রামের কিছু ছেলে মিলে প্রথম একটি ছবি বানিয়ে সেটি ইউটিউবে রিলিজ করার মত একটি সাহসী পদক্ষেপ নিয়েছে, যা ছাতনাবাসীর জন্য অত্যন্ত গর্বের। ইউটিউবে রিলিজ হওয়ায় গোটা বিশ্ব এই সিনেমা দেখতে পাবে।
এই গল্পটি হল একটি ভূতের গল্প। চারটি বন্ধু এক জায়গায় বেড়াতে যাচ্ছে এবং সেখানে নানা রকম ভৌতিক কার্যকলাপ হচ্ছে। সেই ভৌতিক আবহ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই চারটে বন্ধু কি কি করছে তাই হল গল্পের উপজীব্য, সবটুকু জানতে হলে অবশ্যই দেখতে হবে সিনেমাটি। উল্লেখ্য, এই ছবিটি বানাতে আট মাস সময় লেগেছে। এই ছবিটি পরিচালনা করেছেন শুভম চ্যাটার্জী ও অয়ন দেউঘরিয়া।
advertisement
advertisement
এই ছবিটির প্রোডিউসার অয়ন দেউঘরিয়া বলেন, “আমরা আপনাদের ঘরের ছেলে, অনেক কষ্ট করে ৩০ জনের টিম মিলে এই ছবিটি তৈরি করেছি, যদিও ছবিতে ১৬-১৭ জন অভিনয় করেছেন। তবে আমাদের মোট ৩০ জনের টিম। প্রত্যেকেই দীর্ঘ বেশ কয়েক মাস ধরে অত্যন্ত পরিশ্রম করেছেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আবারও এরকম কাজ করার সাহস পাব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, বিষ্ণুপুর ও বাঁকুড়ার একাধিক জায়গা নিয়ে এই ছবির শুটিং হয়েছে। EMNI CHELE -ইউটিউব চ্যানেলে এই ছবিটি মুক্তি পায় নববর্ষের দিন। বাঁকুড়ার শিল্পকলার প্রতি টান যথেষ্ট বেশি। সেই দিক থেকে বেশ অনেকগুলি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হয়েছে এর আগে। তবে চমকপ্রদ ভূতের সিনেমা বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার দামাল ছেলেরা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 15, 2025 3:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার দামাল ছেলেদের কারনামা! ভূতের ভয়ে আত্মারাম খাঁচাছাড়া গোটা বিশ্বের








