advertisement

Bankura News: গরম পড়তেই মুখে চওড়া হাসি! যত বাড়ছে রোদের তেজ, ততই তরতরিয়ে বাড়ছে এই ব্যবসা

Last Updated:
দাম শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে। পেয়ে যাবেন নামিদামি ব্র্যান্ডের ফার্স্ট কপি 
1/6
তরতরিয়ে বাড়ছে গরম। ইতিমধ্যেই তাপমাত্রা পৌঁছে গেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সুযোগে নতুন ব্যবসা
তরতরিয়ে বাড়ছে গরম। ইতিমধ্যেই তাপমাত্রা পৌঁছে গেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সুযোগে নতুন ব্যবসা।
advertisement
2/6
সূর্যের প্রচন্ড তাপ এবং জ্যোতি। সেই সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করতে সকলকে এই বেছে নিতে হচ্ছে একটি সুন্দর দেখতে সানগ্লাস।
সূর্যের প্রচন্ড তাপ এবং জ্যোতি। সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করতে সকলকে বেছে নিতে হচ্ছে একটি সুন্দর দেখতে সানগ্লাস।
advertisement
3/6
বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় যেমন মাচানতলায় বসেছে একাধিক অস্থায়ী সানগ্লাসের দোকান। দাম শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে। পেয়ে যাবেন রকমারি সানগ্লাস
বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় যেমন মাচানতলায় বসেছে একাধিক অস্থায়ী সানগ্লাসের দোকান। দাম শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে। পেয়ে যাবেন রকমারি সানগ্লাস।
advertisement
4/6
ভালো ভালো রকমারি ব্র্যান্ডের ফার্স্ট কপি সানগ্লাস পেয়ে যাবেন এই দোকানগুলিতে। পকেটেও হালকা কিন্তু স্টাইলে দ্বিগুন।
ভাল ভাল রকমারি ব্র্যান্ডের ফার্স্ট কপি সানগ্লাস পেয়ে যাবেন এই দোকানগুলিতে। পকেটেও হালকা কিন্তু স্টাইলে দ্বিগুণ।
advertisement
5/6
লাল নীল হলুদ সবুজ কত রং। এক চশমা বিক্রেতা জানান যে এই চশমা গুলি মূলত বড়বাজার এবং শেয়ালদা মার্কেট থেকে নিয়ে আসা হয়। দুর্দান্ত বিক্রি হচ্ছে
লাল, নীল, হলুদ, সবুজ কত রং। এক চশমা বিক্রেতা জানান যে এই চশমাগুলি মূলত বড়বাজার এবং শিয়ালদা মার্কেট থেকে নিয়ে আসা হয়। দুর্দান্ত বিক্রি হচ্ছে।
advertisement
6/6
তাই আর দেরি না করে কিনে ফেলুন এই চশমা গুলি। এই গ্রীষ্মে আপনার চোখকে বাঁচাতে কাজে আসবে।
তাই আর দেরি না করে কিনে ফেলুন এই চশমাগুলি। এই গ্রীষ্মে আপনার চোখকে বাঁচাতে কাজে আসবে।
advertisement
advertisement
advertisement