North 24 Parganas News: শ্বশুরকে বাবা সাজিয়ে যা করল বাংলাদেশি যুবক..., অভিযোগ বিজেপির, কুকীর্তি জানলে মাথায় হাত পড়বে

Last Updated:

North 24 Parganas News: শ্বশুরকে বাবা বানিয়ে ভোট তৈরি করে পঞ্চায়েতের ভি সি টি ( কীটপতঙ্গ নিয়ন্ত্রণ দল)-এ কাজ করছে বাংলাদেশি যুবক অভিযোগ তুলল বিজেপি।

কাদের খুঁজে বের করতে বলল আরএসএস?
কাদের খুঁজে বের করতে বলল আরএসএস?
অনিরুদ্ধ কির্তনীয়া , বনগাঁ: শ্বশুরকে বাবা বানিয়ে ভোট তৈরি করে পঞ্চায়েতের ভি সি টি ( কীটপতঙ্গ নিয়ন্ত্রণ দল)-এ কাজ করছে বাংলাদেশি যুবক অভিযোগ তুলল বিজেপি, আমি স্থানীয় বাসিন্দা এবং অবিবাহিত দাবি অভিযুক্তর। বিবাহিত কিনা খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত প্রধানের ।
উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পাটশিমুলিয়া ২৪৯ নাম্বার বুথের ভোটার তালিকায় সাহিদ মণ্ডলের বাবার নাম রয়েছে ওহিদুল মণ্ডল এবং সাবানা মণ্ডলের বাবা ওহিদুল মন্ডল। বিজেপি চার নাম্বার মণ্ডলের মন্ডল সভাপতি সুমন অধিকারী সোমবার বনগাঁ বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, তার অভিযোগ সাহিদ মণ্ডল বাংলাদেশী সাম্প্রতিক সে বাংলাদেশ থেকে এসে পাটশিমুলিয়াতে সাবানা মণ্ডলকে বিয়ে করে এবং শ্বশুর ওহিদুল মণ্ডলকে বাবা বানিয়ে ভোট করেছেন।
advertisement
advertisement
কী করে এই ব্যক্তিকে পঞ্চায়েতে ভিসিটি-র কর্মী হিসেবে নিয়োগ করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই বিষয়ে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বনগাঁ বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন সুমন।
advertisement
এই বিষয়ে বাগদা ৪ নাম্বার মণ্ডল বিজেপির সভাপতি সুমন অধিকারী জানিয়েছেন, একজন বাংলাদেশী কি করে পঞ্চায়েতের ভিসিটি কর্মী হিসেবে কাজ করতে পারে তৃণমূল এই সমস্ত লোককে কাজের ব্যবস্থা করেছে। আমরা চাই এই ব্যক্তি পঞ্চায়েতে কাজ না করতে পারে ।
অন্যদিকে অভিযুক্ত সাহিদ মণ্ডল জানিয়েছেন, তিনি জন্মসূত্রে পার্সিমুলিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা তার বাপ ঠাকুরদাও এখানে জন্মগ্রহণ করেছেন । ওহিদুল মণ্ডল তার বাবা । তিনি অবিবাহিত বলে দাবি করেছেন । বিজেপি যে বিবাহিত বলে দাবি করেছেন সেই অভিযোগকে মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন তিনি।
advertisement
এই বিষয়ে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরুন নাহার মণ্ডল জানিয়েছেন, সাহিদ মণ্ডল আমাদের পঞ্চায়েতের ভিসিটি কর্মী । সে এখানকার ভোটার সেই কারণেই তাকে কাজ দেওয়া হয়েছে। সাহিদ বিবাহিত কিনা সে বিষয়ে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: শ্বশুরকে বাবা সাজিয়ে যা করল বাংলাদেশি যুবক..., অভিযোগ বিজেপির, কুকীর্তি জানলে মাথায় হাত পড়বে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement