South 24 Parganas News: সুন্দরবনের জলপথে বাংলাদেশি জাহাজ, ক্ষতি হচ্ছে নদীবাঁধের! ক্ষুব্ধ এলাকাবাসী

Last Updated:
প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
সুমন সাহা , সুন্দরবন: দেশের অন্যতম বড় সম্পদ সুন্দরবন। এখানে যেমন অসংখ্য বন্যপ্রাণীর বসবাস, তেমনই এই বিশাল অরণ্য পরিবেশের ভারসাম্য অনেকটাই রক্ষা করে। তাই সুন্দরবনের পরিবেশ দূষণে হতে পারে বড় বিপদ। কিন্তু পরিবেশবিদদের সেই আশঙ্কাকে এক প্রকার উড়িয়ে দিয়েই এই বাদাবনের বুক চিরে প্রতিদিন চলছে অসংখ্য আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ। যার ফলে ক্রমেই দূষিত হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের অসংখ্য ছোট ও বড় নদীবাঁধও। এমন অভিযোগেই এবার সরব হয়েছেন সুন্দরবনবাসী। তাঁদের দাবি, সুন্দরবনকে রক্ষা করতে হলে আন্তর্জাতিক এই জলপথের পরিবর্তন এবং নিয়ন্ত্রণ দরকার। এই জলপথের উপর নজরদারি বাড়াতে হবে। এদিন সুন্দরবনবাসীর দাবির সঙ্গে সুর মিলিয়েছেন সুন্দরবনের জনপ্রতিনিধিরাও। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি জানান, সুন্দরবনের বুক চিরে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক জলপথ দিয়ে দিনে শতাধিক বাংলাদেশি পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। সুন্দরবনের নদীপথ পার হতে ওই জাহাজগুলোর দীর্ঘক্ষণ সময় লাগে। ফলে জাহাজের জ্বালানির ধোঁয়ায় সুন্দরবনের পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়াও ওই সময় নদীতে জাহাজের বড় বড় ঢেউয়ের ধাক্কায় নদীবাঁধগুলো দুর্বল হয়ে যাচ্ছে। বহু জায়গায় নদীবাঁধ ভেঙে যাচ্ছে। রাজ্য সরকারের তরফে বার বার সেই বাঁধ মেরামত করা হচ্ছে। কিন্তু স্থায়ী সমাধানের ব্যবস্থা না করলে আগামী দিনে সুন্দরবনকে রক্ষা করা কঠিন হবে। জেলা পরিষদের উপাধ্যক্ষের মতোই সুন্দরবন এলাকার দুই সাংসদ প্রতিমা মণ্ডল এবং বাপি হালদার এই বিষয় নিয়ে সরব হয়েছেন। তাঁরা দিল্লির দরবারে লোকসভা অধিবেশনে এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
advertisement
advertisement
তাঁদের দাবি পণ্যবাহী বাংলাদেশি জাহাজ চলাচলের ফলেই সুন্দরবনের পরিবেশ ও নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি করা হয়েছে। অভিযোগ, একের পর এক প্রাকৃতিক বিপর্যয় যেমন- ইয়াস বা আমফানের মতো ঘূর্ণিঝড়ে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হলেও কেন্দ্র কোনও সাহায্য করছে না। ফলে সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা বিপদের মধ্যেই দিন কাটাচ্ছেন। তাই কেন্দ্রীয় সরকারের কাছে তাঁরা দাবি করেন, দ্রুত বাঁধ মেরামতির পরিকল্পনা করে সুন্দরনের উপকূল এলাকার বাসিন্দাদের রক্ষার ব্যবস্থা করুক সরকার। পাশাপাশি জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ করে সুন্দরবনের পরিবেশকেও রক্ষা করুক সরকার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনের জলপথে বাংলাদেশি জাহাজ, ক্ষতি হচ্ছে নদীবাঁধের! ক্ষুব্ধ এলাকাবাসী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement