West Medinipur News: ম ম আমের গন্ধে, মালদা নয়, এই জেলায় আমের উৎসব, জানুন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
মালদা নয় পশ্চিম মেদিনীপুর জেলার এই জায়গায় আমের উৎসব, দেশ বিদেশের শতাধিক আমের প্রদর্শনী।
রঞ্জন চন্দ ,পশ্চিম মেদিনীপুর: আমের শহর কিংবা আমের জেলা বলতে আমরা সাধারণত বুঝি মালদাকে। মালদার আম শুধু রাজ্য জুড়ে নয় দেশ এবং বিদেশেও বেশ সমাদৃত। রাজ্যের এই জেলায় ফলে বিভিন্ন ধরনের প্রচলিত আমের পাশাপাশি ভিন্ন ধরনের ভিন্ন রকমের আম। তবে এবার শুধু মালদা নয় মালদা জেলা ছাড়িয়ে ভিন জেলার এক প্রান্তিক গ্রামীণ এলাকায় ফলছে বেশ কয়েকশো প্রজাতির আম। শুধু আম ফলানো নয়, গ্রামীণ মানুষদের কাছে আমের পরিচিতি ঘটাতে আমের উৎসব আয়োজন হল এই জেলায়। বিভিন্ন আকৃতির বিভিন্ন প্রজাতির বিভিন্ন নামের আম সাজিয়েছেন উদ্যোক্তারা।
ভারত থেকে বিদেশ, জেলা থেকে রাজ্য বিভিন্ন জায়গার একাধিক প্রজাতির আম সাজিয়েছেন উদ্যোক্তারা। নাম দিয়েছেন ‘ম্যাংগো ফেস্টিভাল’। পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক গ্রামীণ এলাকায় এভাবে একাধিক প্রজাতির আমের চাষ ও সাধারণ মানুষের মধ্যে আমের বিভিন্ন প্রজাতির ধারণা দিতে এই ভাবনা। পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা লাগোয়া দাঁতন থানার বামনপুকুর এলাকায় ‘ম্যাংগো ফেস্টিভালের’ আয়োজন করেছে আম্রকুঞ্জ।
advertisement
advertisement
এই আম উৎসবে রয়েছে, ভারত, জাপান, থাইল্যান্ড, তাইওয়ান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমেরিকা সহ বিদেশের একাধিক প্রজাতির আম। শুধু তাই নয় এই ম্যাংগো ফেসটেবল এ সাজানো হয়েছে ভারতবর্ষের অম্বিকা, আলফানসো, সহ একাধিক প্রজাতির আম। আমের জন্য বিখ্যাত মালদা। তবে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের মধ্যে দেশীয় এবং বিদেশি প্রজাতির একাধিক আমের পরিচয় ঘটানো উদ্দেশ্য। শুধু তাই নয় একাধিক প্রজাতির আমের চারা বিক্রি করেন উদ্যোক্তারা।
advertisement
স্বাভাবিকভাবে মালদা ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এমন আমের ফেস্টিভাল এবং শতাধিক প্রজাতির আমের প্রদর্শনী তাৎপর্যপূর্ণ জেলার মানুষের কাছে। এই প্রদর্শনীতে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী রাজ্য ওড়িশারও বহু মানুষ আসছেন প্রতিদিন। চলবে বেশ কয়েকদিন ধরে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 8:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ম ম আমের গন্ধে, মালদা নয়, এই জেলায় আমের উৎসব, জানুন