Shiva Temple: প্রস্তুতি তুঙ্গে, এই জেলায় উদ্বোধন হবে নতুন শিব মন্দিরের, জানুন দিনক্ষণ

Last Updated:
Shiva Temple:গাজনের মাসে মহাসমারোহে গাজন উৎসব পালন করা হয়। কাঁটা খেলা থেকে শুরু করে উঁচু জায়গা থেকে ভক্তদের লাফ দেওয়া, নীল ষষ্ঠীর পুজো প্রত্যেক বছরই হয় জাঁকজমক সহযোগে।
1/6
নদিয়া জেলার নবদ্বীপ ব্লকের মাজদিয়া গাজনতলা হংসবাহন শিব মন্দির চেনেন না জানেন না হয়তো এমন কেও নেই। নবদ্বীপ কিন্তু মহাপ্রভু জন্মস্থানের জন্য বিখ্যাত হলেও এই নবদ্বীপের ছোটো গ্রাম মাজদিয়া গাজনতলা, সেখানেই স্বয়ং মহাদেব হংসবাহন রূপে পূজিত হয়ে আসছেন বহু বছর ধরে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
নদিয়া জেলার নবদ্বীপ ব্লকের মাজদিয়া গাজনতলা হংসবাহন শিব মন্দির চেনেন না জানেন না হয়তো এমন কেও নেই। নবদ্বীপ কিন্তু মহাপ্রভু জন্মস্থানের জন্য বিখ্যাত হলেও এই নবদ্বীপের ছোটো গ্রাম মাজদিয়া গাজনতলা, সেখানেই স্বয়ং মহাদেব হংসবাহন রূপে পূজিত হয়ে আসছেন বহু বছর ধরে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
বিশেষ করে গাজনের মাসে মহাসমারোহে গাজন উৎসব পালন করা হয়। কাঁটা খেলা থেকে শুরু করে উঁচু জায়গা থেকে ভক্তদের লাফ দেওয়া, নীল ষষ্ঠীর পুজো প্রত্যেক বছরই হয় জাঁকজমক সহযোগে।
বিশেষ করে গাজনের মাসে মহাসমারোহে গাজন উৎসব পালন করা হয়। কাঁটা খেলা থেকে শুরু করে উঁচু জায়গা থেকে ভক্তদের লাফ দেওয়া, নীল ষষ্ঠীর পুজো প্রত্যেক বছরই হয় জাঁকজমক সহযোগে।
advertisement
3/6
মন্দিরের পুরোহিতের কাছ থেকে শোনা বাবা হংসবাহনের অনেক প্রাচীন কাহিনী রয়েছে, আমরা জানি মহাদেবের বাহন নন্দী। কিন্তু এই মাজদিয়া গাজনতলাতে মহাদেব ব্রহ্মা এর বাহন হাঁসের উপর বিরাজমান।
মন্দিরের পুরোহিতের কাছ থেকে শোনা বাবা হংসবাহনের অনেক প্রাচীন কাহিনী রয়েছে, আমরা জানি মহাদেবের বাহন নন্দী। কিন্তু এই মাজদিয়া গাজনতলাতে মহাদেব ব্রহ্মা এর বাহন হাঁসের উপর বিরাজমান।
advertisement
4/6
এই মন্দির কিন্তু শুরু থেকে খড়ের চাল দিয়ে ছাওয়া ছিল বহু বছর পর্যন্ত। এখন বর্তমানে এই খর বিলুপ্ত সেই কথা চিন্তা করেই নতুন মন্দির তৈরি করা হয়।
এই মন্দির কিন্তু শুরু থেকে খড়ের চাল দিয়ে ছাওয়া ছিল বহু বছর পর্যন্ত। এখন বর্তমানে এই খর বিলুপ্ত সেই কথা চিন্তা করেই নতুন মন্দির তৈরি করা হয়।
advertisement
5/6
তবে নতুন মন্দিরও করা হয়েছে পুরনো মন্দিরের আদলেই। এই মন্দিরের ছাদের উপরেও ছোট্ট করে খর এর চাল থাকবে। হাতে গোনা আর কিছু দিনের মধ্যেই বাবা নতুন তার মন্দিরে বিরাজমান হবেন।
তবে নতুন মন্দিরও করা হয়েছে পুরনো মন্দিরের আদলেই। এই মন্দিরের ছাদের উপরেও ছোট্ট করে খর এর চাল থাকবে। হাতে গোনা আর কিছু দিনের মধ্যেই বাবা নতুন তার মন্দিরে বিরাজমান হবেন।
advertisement
6/6
তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। শুরু হয়েছে পুরোনো মন্দির ভেঙে ফেলার কাজ। জানা গিয়েছে আগামী ২১ জ্যৈষ্ঠ ইং ৫ জুন মন্দিরের উদ্বোধন করা হবে, পাশাপাশি।তিন দিন ব্যাপি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। শুরু হয়েছে পুরোনো মন্দির ভেঙে ফেলার কাজ। জানা গিয়েছে আগামী ২১ জ্যৈষ্ঠ ইং ৫ জুন মন্দিরের উদ্বোধন করা হবে, পাশাপাশি।তিন দিন ব্যাপি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
advertisement