Fake Identity Card: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল পরিচয়পত্র বানানোর অভিযোগ, ধরা পড়তেই গ্রেফতার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জাল পরিচয় পত্র বানানোর অভিযোগে মোহাম্মদ জিয়াউদ্দিন মণ্ডলকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ
সুবীর দে, খড়দহ: বাংলাদেশ থেকে এরাজ্যে অনুপ্রবেশকারীরা এসে এখানকার কিছু মানুষের সহযোগিতায় নিজেদের পরিচয়পত্র বানিয়ে বসবাস করছে। আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হাতে পদক্ষেপ করছে রাজ্য পুলিশ প্রশাসন। এর আগেও তিনজন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে রহড়া থানার পুলিশ। তাদের জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মোটা টাকার বিনিময়ে জাল পরিচয় পত্র বানিয়ে দিত ইকোপার্ক থানার অন্তর্গত ঘুনি পঞ্চায়েতের মহম্মদ জিয়াউদ্দিন নামে এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে ইকোপার্ক এলাকা থেকে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করল রহড়া থানার পুলিশ।আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।
advertisement
advertisement
অন্যদিকে, শুধুমাত্র গোসাবার পাঠানখালি পঞ্চায়েত থেকেই ৩৫০০ ভুয়ো জন্ম শংসাপত্র! ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে চাঞ্চল্যকর তথ্য৷ পাঠানখালি পঞ্চায়েত অফিসের এক চুক্তিভিত্তিক কর্মীর হাত ধরেই ইস্যু হয়েছে এই ৩৫০০ ভুয়ো জন্মের শংসাপত্র৷ ভবানীপুর থানার একটি মামলায় ওই কর্মী গৌতম সর্দারকে নিজেদের হেফাজতে নিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন৷ ৩৫০০ ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু হল, পঞ্চায়েত প্রধান জানেনই না! কার্যত হতবাক আলিপুর আদালতের বিচারক৷ একটা অফিস থেকে ভুড়ি ভুড়ি জাল নথি তৈরি হচ্ছে, প্রধান অবগত নন কি ভাবে? মন্তব্য বিচারকের কলকাতা পুলিশ সূত্রে দাবি, এক একটি ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করার বিনিময়ে গৌতম সর্দার ২০০০-২৫০০ টাকা নিতেন৷ একাধিক এজেন্টের হদিশ মিলেছে, গৌতমকে জেরা করে তাদের কাছে পৌঁছোতে চাইছে কলকাতা পুলিশ…
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 08, 2025 11:26 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Identity Card: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল পরিচয়পত্র বানানোর অভিযোগ, ধরা পড়তেই গ্রেফতার