Bangladesh News: এবার ভাতে মরবে বাংলাদেশ! এমন সিদ্ধান্ত নিল ভারত, মাথায় হাত পড়ে গেল বাংলাদেশের ব্যবসায়ীদের! কী সিদ্ধান্ত নেওয়া হল জানেন?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bangladesh News: এই নিষেধাজ্ঞার জেরে সীমান্তে ইতিমধ্যেই রফতানি বাণিজ্যে প্রভাব পড়েছে।
বনগাঁ: আবারও সমস্যার সম্মুখীন ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত। স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনে ফের জারি নিষেধাজ্ঞা! পাটজাত পণ্য রফতানিতে ভারত সরকারের সিদ্ধান্তে, ক্ষতির সম্মুখীন পেট্রাপোলের সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ। গার্মেন্টস, পিভিসি ও প্যাকেটজাত পণ্যের পর এবার বাংলাদেশ থেকে পাটজাত পণ্য রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। ভারত সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আর পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞার জেরে সীমান্তে ইতিমধ্যেই রফতানি বাণিজ্যে প্রভাব পড়েছে।
জানা গিয়েছে, এর ফলে বন্ধ হয়ে পড়েছে পণ্যবাহী ট্রাকের যাতায়াত। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট কার্তিক চক্রবর্তী জানান, এই স্থলবন্দর দিয়ে পাটজাত পণ্য রফতানিতে নিষেধাজ্ঞার ফলে প্রভাব পড়বে সীমান্ত বাণিজ্যে। এখন থেকে এধরনের পণ্য মুম্বাই নবসেবা পোর্টে দিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে। তবে সরকারের কাছে আবেদন করেন যেন বিষয়টি আবারও পুনর্বিবেচনা করা হয়।
advertisement
আরও পড়ুন: চিৎপুরের জোড়া খুন কাণ্ডে ফাঁসির সাজা দিল শিয়ালদহ আদালত! আলোচনায় ফের আরজি কর কাণ্ডের সেই বিচারক
advertisement
রফতানি ব্যবসায়ী মীর আব্দুল হাসেম বলেন, এভাবে বারবার নিষেধাজ্ঞা জারি হলে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে আস্থা কমে যাবে। দীর্ঘদিন ধরেই পাটজাত পণ্য স্থলবন্দর দিয়ে আসছে। হঠাৎ এই নিষেধাজ্ঞা সমস্যায় ফেলে দিয়েছে।
advertisement
ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, পাট জাত পণ্য রফতানি করতে চাইলে একমাত্র জলপথই ব্যবহার করতে হবে। তবে তাতে সময় ও খরচ উভয়ই বেশি হওয়ায় আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ী মহলের আশঙ্কা, এই ধরণের নিষেধাজ্ঞা চলতে থাকলে তাদের রুটি রুজিতে ব্যাপক টান পড়বে।
—Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladesh News: এবার ভাতে মরবে বাংলাদেশ! এমন সিদ্ধান্ত নিল ভারত, মাথায় হাত পড়ে গেল বাংলাদেশের ব্যবসায়ীদের! কী সিদ্ধান্ত নেওয়া হল জানেন?