Sealdah Court: চিৎপুরের জোড়া খুন কাণ্ডে ফাঁসির সাজা দিল শিয়ালদহ আদালত! আলোচনায় ফের আরজি কর কাণ্ডের সেই বিচারক
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Sealdah Court: লোহার রড দিয়ে মাথায় একাধিক বার আঘাত করে খুন করেছিলেন, এই ঘটনায় দোষী সাব্যস্ত করল শিয়ালদা কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১।
কলকাতা: চিৎপুর জোড়া খুনে ফাঁসির সাজা দিল শিয়ালদহ আদালত। ২০১৫ সালের ১৫ জুলাই নিজের বাড়িতে খুন হন স্বামী-স্ত্রী, প্রাণ গোবিন্দ দাস ও রেণুকা দাস। পেশায় শিক্ষক ছিলেন। ঘটনায় গ্রেফতার হন ওই বাড়ির পরিচারক সঞ্জয় সেন ওরফে বাপ্পা। পুলিশ সূত্রে দাবি করা হয়, সোনার গয়না ও টাকা লুঠের উদ্দেশ্যে স্বামী-স্ত্রীকে খুন করেছিলেন পরিচারক।
advertisement
লোহার রড দিয়ে মাথায় একাধিক বার আঘাত করে খুন করেছিলেন, এই ঘটনায় দোষী সাব্যস্ত করল শিয়ালদা কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১। এহেন অপরাধে ফাঁসির সাজা দিলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস।
advertisement
advertisement
প্রসঙ্গত, আরজি করে ধর্ষণ এবং হত্যা মামলা ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে বিবেচনা করেননি শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন অভিযুক্ত সঞ্জয় রাইকে। সেই বিচারকই দম্পতিকে হত্যার মামলায় সঞ্জয় সেন ওরফে বাপ্পার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন।
advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের ১৫ জুলাই সন্ধ্যায় প্রাণগোবিন্দ দাস ও রেনুকা দাস খুন হয়েছিলেন নিজেদের ফ্ল্যাটে। তাঁরা দু’জনেই অধ্যাপনা করতেন এক সময়ে। ঘটনার সময় ছিলেন পেনশনভোগী। অভিযুক্ত বাপ্পা খুনের পর পালিয়ে যায় নন্দীগ্রামে। পরে সে কলকাতায় ফিরলে তাকে গ্রেফতার করে পুলিশ। জেরা করে পুলিশ ওই এলাকার একটি পুকুর থেকে লোহার পাইপটি উদ্ধার করে। ওই পাইপ দিয়েই আঘাত করা হয়েছিল দম্পতির মাথায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 4:53 PM IST