Bangla Video: ঘোষ বাড়ির 'গরিবের হাটে' বাজারের থেকে কম দামে বিকিকিনি

Last Updated:

Bangla Video: বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে। চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, ছোলা, মাছ-মাংস সহ প্রায় সব ধরনের পণ্যের দাম হঠাৎ করে আরও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে বসিরহাটের ঘোষ বাড়ি

+
বসিরহাটের

বসিরহাটের ঘোষ বাড়ির গরিবের হাটে অল্প টাকাতেই বিকিকিনি

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের ঘোষ বাড়ির গরিবের হাটে অল্প টাকাতেই বিকিকিনি। আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের কথা ভেবে বসিরহাট শহরের বুকে ঘোষ বাড়িতেই তৈরি হয়েছে গরিবের হাট। কসমেটিক্স দ্রব্য, মাছ-মাংস, মুদিখানা, সবজি থেকে শুরু করে যাবতীয় দ্রব্য সামগ্রী কমদামে একেবারে সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে এই গরিবের হাটে।
বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়তই বেড়ে চলেছে। চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, ছোলা, মাছ-মাংস সহ প্রায় সব ধরনের পণ্যের দাম হঠাৎ করে আরও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিম্নবিত্ত ছাড়াও মধ্যবিত্তদেরও সংসার চালাতে গিয়ে নাভিশ্বাস ওঠার অবস্থা। খেটে খাওয়া সাধারণ মানুষের অনেকে এখন সাধ ও সাধ্যের মধ্যে মাছ-মাংস কিনতে পারছেন না। গরিবের জন্য বাজার করা এখন বড় ধরনের মানসিক কষ্ট ও হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে অসহায়ের সম্বল হয়ে দাঁড়িয়েছে বসিরহাটের ঘোষ বাড়ি। এই ঘোষ বাড়িতে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, মুদিখানা দ্রব্য পাওয়া যাচ্ছে বাজার থেকে কিছুটা কম মূল্যে। গরিবের হাটে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের হাতে কম দামে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে আমজনতা।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: ঘোষ বাড়ির 'গরিবের হাটে' বাজারের থেকে কম দামে বিকিকিনি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement