Bangla News: মাঝরাতে ঘরের ভিতর থেকে 'বাবাগো-মাগো' বলে চিৎকার, বৈদ্যবাটিতে রহস্যমৃত্যু যুগলের! দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bangla News: ঘরের ভিতরে ভয়ানক দৃশ্য। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই উদ্ধার যুগলের দে*হ। কীভাবে এমন ঘটল? বৈদ্যবাটিতে বিরাট চাঞ্চল্য।
হুগলি: হুগলির বৈদ্যবাটিতে রহস্যজনক মৃত্যু যুগলের! রাত তিনটে নাগাদ তাদের মৃত অবস্থায় উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ। বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়া থাকতেন ওই দুই যুগল। মৃতদের নাম মণীশ ভাদুড়ি ও অপর্ণা মাঝি।
বৈদ্যবাটি রাজার বাগানে মণীশের বাড়ি রয়েছে। গত ছয় বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন দু’জনে। তাঁদের প্রতিবেশী শুভেন্দু মাঝি জানান, রাত তিনটে নাগাদ ‘বাবাগো-মাগো’ বলে চিৎকার শুনতে পান তাঁরা।
এরপর ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে একজন এবং ঘরের বাইরে পড়ে রয়েছে একজন। ওই অবস্থায় বেশ কিছুক্ষণ তাঁরা ছটফট করেন। রাজার বাগানে মণীশের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশী। তাঁরাই পুলিশ ডাকে। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।
advertisement
advertisement
আরও পড়ুন: ক্লাস ১১-এর ছাত্রকে লাগাতার যৌন নির্যাতন, কাজে লাগালেন ওষুধও! গ্রেফতার নামী স্কুলের শিক্ষিকা
মণীশ একটি ঢালাই কারখানায় কাজ করতেন, অপর্ণা পরিচারিকার কাজ করতেন বলে জানা গিয়েছে। তাঁরা একসঙ্গে থাকতেন। দু’জনে সকালে কাজে বেরিয়ে যেতেন। রাতে বাড়ি ফিরতেন। মণীশ নেশা করতেন তা নিয়ে দু’জনের মধ্যে মাঝে মাঝেই অশান্তি হত বলে জানান প্রতিবেশীরা। তাঁদের অনুমান, নিজেরা মারামারি করার সময় ধারাল কিছু দিয়ে আঘাত করেন একে অপরকে।
advertisement
আরও পড়ুন: অফিসের মহিলা বাথরুমে পুরুষ কর্মী, হাতে মোবাইল! তারপরই…৩০টি ভয়াবহ ঘটনার পর বেরিয়ে এল আসল রূপ!
ঘটনার তদন্তে আসেন চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, আইসি শ্রীরামপুর সুখময় চক্রবর্তী। বাইরে থেকে কেউ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, তাঁরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ধারালো কিছু আঘাতে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু তা এখনও পরিষ্কার নয়। রাতের বেলা কেউ তাঁদের বাড়িতে এসেছিল কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 03, 2025 1:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মাঝরাতে ঘরের ভিতর থেকে 'বাবাগো-মাগো' বলে চিৎকার, বৈদ্যবাটিতে রহস্যমৃত্যু যুগলের! দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য










