Female Teacher Arrested: ক্লাস ১১-এর ছাত্রকে লাগাতার যৌন নির্যাতন, কাজে লাগালেন ওষুধও! গ্রেফতার নামী স্কুলের শিক্ষিকা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Female Teacher Arrested: মুম্বইয়ের অন্যতম সেরা স্কুলের একজন শিক্ষিকাকে তার একজন ছাত্রকে শারীরিক নিগ্রহের অভিযোগে পকসো (POCSO) আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে।
মুম্বই: মুম্বইয়ের অন্যতম সেরা স্কুলের একজন শিক্ষিকাকে তার একজন ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে পকসো (POCSO) আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ভুক্তভোগী ছাত্র তার পরিবারের কাছে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। এরপর ছাত্রের পরিবার অভিযোগ দায়ের করে। অভিযুক্ত মহিলা শিক্ষক স্কুলের বার্ষিক অনুষ্ঠানের জন্য একটি গ্রুপ নাচ শেখানোর সময় ভুক্তভোগী ছেলের সঙ্গে যোগাযোগ করেন। শিক্ষক ছেলেটিকে মুম্বইয়ের বিভিন্ন পাঁচতারা হোটেলে নিয়ে যান বলে সূত্র মারফত পুলিশ জানতে পেরেছে।
advertisement
আরও পড়ুন: উচ্চ শিক্ষায় সরকারি স্কলারশিপ, মাধ্যমিক-HS-এর পর কত নম্বরে কোন স্কলারশিপ পাওয়া যায়? বিশদে জানুন
সর্বভারতীয় একটি সংবাদসংস্থায় প্রকাশিত একটি প্রতিবেদনের মতে, নির্যাতন এক বছরেরও বেশি সময় ধরে চলেছিল। শিক্ষক ডিসেম্বর ২০২৩-এ ছাত্রের সঙ্গে যোগাযোগ করেন এবং জানুয়ারি ২০২৪-এ তাকে প্রথম যৌন প্রস্তাব দেন। যখন ছেলেটি প্রথমে প্রতিরোধ করে এবং তাকে এড়িয়ে যায়, তখন শিক্ষকটি স্কুলের নয় এমন একজন মহিলা বন্ধুকে তাকে বোঝানোর জন্য নিয়োগ করেন। বন্ধুটি নাবালককে বলেছিল যে বয়স্ক মহিলাদের সঙ্গে কিশোর ছেলেদের সম্পর্ক “খুবই সাধারণ”। ওই মহিলা বন্ধুকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
Mumbai Police have arrested a female teacher under the Protection of Children from Sexual Offences (POCSO) Act for allegedly forcing a 16-year-old male student to establish a sexual relationship with her. A case has been registered, and the accused teacher has been arrested. A…
— ANI (@ANI) July 2, 2025
advertisement
বন্ধুর হস্তক্ষেপের পর, ছাত্রটি শিক্ষিকার সঙ্গে দেখা করতে রাজি হয়। পুলিশ দাবি করেছে যে, তিনি তাকে তার সেডানে একটি নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি তাকে “জোর করে পোশাক খুলে নির্যাতন করেছিলেন।” জানা গিয়েছে, শিক্ষিকা ছাত্রকে নির্যাতনের আগে প্রায়ই মাতাল করতেন।
আরও পড়ুন: আপনার শরীরে আঁচিল আছে? আঁচিল কী, কেন হয় জানেন? এক মারণরোগের লক্ষণ হতে পারে, সাবধান!
পরে ছেলেটি গুরুতর উদ্বেগে ভুগতে শুরু করে এবং শিক্ষিকা তাকে উদ্বেগ বিরোধী ওষুধ দেন। পুলিশ জানিয়েছে, ছাত্রের পরিবার আচরণে পরিবর্তন লক্ষ্য করলে ঘটনাটি প্রকাশ্যে আসে এবং তাকে মুখোমুখি করে। ছেলের সঙ্গে কী ঘটেছে তা জানার পর, পরিবারটি ঘটনাটি রিপোর্ট না করার সিদ্ধান্ত নিয়েছিল কারণ সে শীঘ্রই স্কুল থেকে স্নাতক হবে এবং আশা করেছিল যে ওই শিক্ষিকা শেষ পর্যন্ত তাকে বিরক্ত করা বন্ধ করবে।
advertisement
পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন ছাত্রটি তার বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্কুল ছেড়ে যায়, কিন্তু আবার ওই শিক্ষিকা যোগাযোগ করে। শিক্ষিকা তার গৃহকর্মীদের একজনের মাধ্যমে ছাত্রের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে দেখা করতে বলেন। এরপরই কিশোরের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 1:26 PM IST