Nadia News: একই মানুষের এল দুটি ভোটার কার্ড! আসল নকল নিয়ে ধন্দে পরিবার

Last Updated:

একটি মাত্র আবেদন! মিলল দুটি এপিক কার্ড একই রকম দেখতে হুবহু কার্ড দুটি নিয়ে বৈধ কোনটি কিংবা বাড়তি কার্ড ফেরত দেবেন কিভাবে দুশ্চিন্তায় পরিবার

+
একই

একই ব্যক্তির বাড়িতে এল দুটি এপিক কার্ড 

নদিয়া: নতুন ভোটার লিস্টে নাম তুলতে এবং এপিক কার্ডের জন্য আবেদন মাত্র একবার! কিন্তু বাড়িতে পৌঁছাল দু-দুটো কার্ড তাও আবার একই নাম ঠিকানা, বাবার নাম এমনকি আইডি নম্বর দেওয়া পর্যন্ত হুবহু এক।ঘটনাটা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। কতক্ষণে বিষয়টি প্রশাসনিক জেলা আধিকারিকদের দৃষ্টিপাত করাতে পারবেন তা নিয়ে উদ্বিগ্ন পরিবার। শান্তিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চৈতল পাড়া লেনের প্রিয়ম প্রামানিক রানাঘাটে একটি বেসরকারি বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র বাবা পিনাকি প্রামানিক, একটি কুরিয়ার সার্ভিস চালান।
পিনাকীবাবু জানাচ্ছেন, আবেদন করা হয়েছিল অনেকদিন আগে তবে একবারই, গত ১৩ ফেব্রুয়ারি পোস্ট অফিসের মাধ্যমে তাঁর বাড়িতে পৌঁছায় একই সঙ্গে দুটি মুখ সাঁটা খাম, তবে তা ভারত সরকারের ছাপ লাগানো নির্বাচন কমিশনের তরফ থেকে। এরপর আগ্রহবশত প্রথমটি খোলার পর স্বাভাবিক কারণেই আশ্বস্ত হন তাঁদের একমাত্র সন্তান প্রিয়ম সাবলক হওয়ার কারণে ভোটাধিকার এবং নিজস্ব পরিচয় পত্র মিলেছে তবে এরপর দ্বিতীয় খামটি খুলে তাঁরা হতবাক দেখেন সেখানেও একই বিষয়েই হুবহু আরেকটি কার্ড ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তলানিতে এসে ঠেকেছে ভিটামিন-ক‍্যালসিয়ামের মাত্রা? ওষুধ নয়, এই ৫ খাবারেই চাঙ্গা করবে শরীর, প্রতিরোধ করবে কঠিন রোগ
তবে, পিনাকী বাবুর মা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তাই এ বিষয়ে বিস্তার অভিজ্ঞতা থাকলেও এর আগে এ ধরনের ঘটনা কখনও শোনেননি, তবে কোনটা বৈধ নাকি দুটোই সে ব্যাপারে সংশয় রয়েছে যথেষ্ট তাই বিষয়টি স্পষ্ট করার জন্য এবং একটি ফেরত দেওয়ার জন্য তৎপর হয়েছেন। তিনি এ ব্যাপারে মেইল করে সংশ্লিষ্ট দফতরে জানিয়েছেন তিনি। তবে, সেখান থেকে এখনও সহযোগিতা না পেলেও তিনি জানতে পেরেছেন জেলাশাসক কিংবা মহকুমা শাসক এ ব্যাপারে তাঁকে সহযোগিতা করতে পারেন। তাই অতিসত্বর তাঁদের সঙ্গে তিনি দেখা করতে চান বিষয়টি স্পষ্ট করার জন্য। যেখানে আবেদন করেও এপিক কার্ড দেরিতে পৌঁছানোর জন্য অনেক সময় দুশ্চিন্তায় থাকেন পরিবার সে ক্ষেত্রে দু-দুটো এপিক কার্ড নিয়েও কম দুশ্চিন্তায় নেই প্রিয়মের পরিবার।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: একই মানুষের এল দুটি ভোটার কার্ড! আসল নকল নিয়ে ধন্দে পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement