Bangla News: ভয়ঙ্কর কাণ্ড চলছে বাংলার এই জায়গায়! কাতারে কাতারে মানুষের ঢল রাস্তায়, বাড়ছে চরম দুর্ভোগ, হলটা কী?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Bangla News: এবার বর্ধমানে টোটো বনাম টাউন সার্ভিসের বিবাদ চরমে পৌঁছল।পরিস্থিতি এমন আকার নিল যে ধর্মঘটের পথে গেলেন টাউন সার্ভিস বাস চালক ও কর্মীরা।
বর্ধমান: বাকবিতন্ডা বচসা চলছিলই। এবার বর্ধমানে টোটো বনাম টাউন সার্ভিসের বিবাদ চরমে পৌঁছল।পরিস্থিতি এমন আকার নিল যে ধর্মঘটের পথে গেলেন টাউন সার্ভিস বাস চালক ও কর্মীরা। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল তারা। মঙ্গলবার বর্ধমান শহরে বন্ধ থাকল টাউন সার্ভিস বাস পরিষেবা। হয়রানির শিকার নিত্যযাত্রীরা। টেটো চালকদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ বাসচালক ও কর্মীদের। প্রতিবাদে টাউন সার্ভিস বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখাল বাস চালক ও কর্মীরা।
এদিন সকাল থেকেই নবাবহাট বাস স্ট্যান্ডে বাস চালকরা বাস বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। বাস চালকদের অভিযোগ,সোমবার টোটো চালকরা বাসের চালক-সহ বাস কর্মীদের মারধর করে। বর্ধমান স্টেশন চত্বরে টোটো চালকরা রাস্তা জ্যাম করে রাখে। অভিযোগ,সোমবার বাসের সামনে একটি টোটো দাঁড়িয়ে থাকায় বাস চালক টোটোটিকে সরতে বলায় বাস চালক-সহ কর্মীদের মারধর করে।
advertisement
advertisement
এরই প্রতিবাদে বর্ধমান শহরে সমস্ত টাউন সার্ভিস বাস বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। তাদের দাবি প্রশাসনকে এব্যাপারে ব্যবস্থা নিতে হবে। নাহলে তারা অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখবে। টাউন সার্ভিস বাস বন্ধ থাকার ফলে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও টাউন সার্ভিস বাস না পেয়ে ভোগান্তির শিকার বাসযাত্রীরা।
advertisement
আরও পড়ুন-‘বাড়িতে কথা বললেই সব শেষ!’ রাত ১.৪২ মিনিটে…, সবচেয়ে গোপন কথা ফাঁস করলেন অমিতাভ, তারপরই যা ঘটে গেল…
বর্ধমান শহরে টোটোর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই শহরে লাইসেন্সপ্রাপ্ত টোটোর অনেক বেশি বেআইনি টোটো চলে। তার ওপর রয়েছে শহরের বাইরের অর্থাৎ পঞ্চায়েত এলাকার টোটো। আগে প্রশাসন যানজট রুখতে টোটো চলাচলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। লাইসেন্সপ্রাপ্ত টোটোগুলিতে নীল ও সবুজ দুই রঙে আলাদা করে তাদের দিনে ও রাতে পর্যায় ক্রমে চালানোর পরিকল্পনা নিয়েছিল। কিন্তু টোটো চালকদের একটা বড় অংশের অসহযোগিতায় তা কার্যকর করা যায়নি। তাতে যেন টোটো চালকরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বাস রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে তারা। তাতেই বাড়ছে বাস চালকদের সঙ্গে তাদের সংঘাত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 7:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ভয়ঙ্কর কাণ্ড চলছে বাংলার এই জায়গায়! কাতারে কাতারে মানুষের ঢল রাস্তায়, বাড়ছে চরম দুর্ভোগ, হলটা কী?