তমলুক: নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে এমন কাণ্ড ঘটাবে ছেলে তা তার মা’ও বুঝতে পারেনি। মায়ের সঙ্গে ছেলের করা এই ঘটনায় অবাক পাড়া প্রতিবেশী সকলেই। নিজের গর্ভধারিনী মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে। শুধু কুপিয়েই ক্ষান্ত না মৃত্যু নিশ্চিত করতে মুগুরের বাড়ি মারলো মায়ের মাথায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত হরশংকর গড়কেল্লা গ্রামে। পুলিশ ওই যুবককে আটক করেছে।
দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি, আর সেই অশান্তির জোরে মাকে কুপিয়ে খুন করলো ছেলে। মৃতার নাম পুষ্পরানি মাইতি বয়স ৬৮। মৃতার তিন ছেলে। ছোট ছেলে নিরঞ্জন মাইতি বয়স ৩২ মাকে কুপিয়ে হত্যা করে। নিরঞ্জন ও তার স্ত্রী আলাদা সংসারে বাস করে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় বিভিন্ন কারণে মৃত পুষ্প দেবীর সঙ্গে তার ছোট ছেলের বউয়ের ঝগড়াঝাটি গন্ডগোল হতো। সেই গন্ডগোল বা ঝগড়াঝাটির এরকম চরম পরিণতি হবে তা কেউই ভাবতে পারিনি। মৃতার আরেক ছেলে জানান তারা তিন ভাই সবাই বিবাহিত এবং প্রত্যেকের আলাদা সংসারে বসবাস। ছোট ভাইয়ের সম্প্রতি মানসিক অসুস্থতা ধরা পড়েছিল।
আরও পড়ুন: কী দুরবস্থা অনুব্রত মণ্ডলের! জেল থেকে বারবার ছুটতে হচ্ছে, কিন্তু কোথায়? জানলে চমকে উঠবেন
জানা গিয়েছে, পুষ্পদেবীর তিন ছেলের নিরঞ্জন ছোট। গত কয়েক বছর ধরে বিকারগস্ত হয়ে পড়ে। তার অত্যাচারে পরিবার থেকে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে পড়তো। মঙ্গলবার সন্ধ্যের সময় মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বাড়ির ছাদে ঘোরাঘুরি করছিল।
আরও পড়ুন: মারাত্মক অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে এবার বড় পদক্ষেপ করল সিবিআই! কী ঘটল জানেন?
প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাড়ির ছাদ থেকে নামিয়ে আটক করে থানায় নিয়ে যায়। সেই সাথে ধারাল অস্ত্র ও মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় এলাকা থমথমে হয়ে রয়েছে। তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতকে বুধবার তমলুক জেলা আদালতে তোলা হয়েছে।
—– Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, West Bengal news