Bangla News: মুর্শিদাবাদে কিশোরের রহস্যমৃত্যু, সাগরপাড়ায় পেঁয়াজের ক্ষেত থেকে উদ্ধার গলাকাটা দেহ
- Reported by:Pranab kumar Banerjee
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Bangla News: গতকাল, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশের মাঠে পেঁয়াজের ক্ষেত থেকে এক মাধ্যমিক পরীক্ষার্থীর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সাগরপাড়ায়।
মুর্শিদাবাদঃ গতকাল, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশের মাঠে পেঁয়াজের ক্ষেত থেকে এক মাধ্যমিক পরীক্ষার্থীর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সাগরপাড়ায়। মৃতের নাম শাহীন মন্ডল (১৬)। সে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার খয়রামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাজরাপাড়া গ্রামের বাসিন্দা এবং এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল।
আরও পড়ুনঃ কালাচাঁদে ‘N’ নেই, মদনমোহনে স্পেস নেই—তাতেই শুনানিতে ডাক! SIR হিয়ারিং নিয়ে বিতর্ক অব্যাহত
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার পর বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিল শাহীন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তার কোনও সন্ধান মেলেনি। এরপর মঙ্গলবার দুপুরে বাড়ির কাছেই একটি মাঠে পেঁয়াজের ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য তৈরি হয়।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, শাহীন অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল এবং পড়াশোনায় মনোযোগী হওয়ায় এলাকায় ভাল ছাত্র হিসেবেই পরিচিত ছিল। এমন ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে ধন্দে পরিবার ও প্রতিবেশীরা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলেই অনুমান করা হচ্ছে, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
advertisement
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2026 4:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মুর্শিদাবাদে কিশোরের রহস্যমৃত্যু, সাগরপাড়ায় পেঁয়াজের ক্ষেত থেকে উদ্ধার গলাকাটা দেহ










