Bangla News: সাধু উদ্যোগ! রাজ্যজুড়ে পুলিশকে ১১৬৭টি বাইক উপহার মোটরবাইক সংস্থার, বীরভূম পেল ৫৬টি
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bangla News: একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৬ টি মোটরবাইক তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ওই মোটর বাইক প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে পুলিশের তৎপরতা বৃদ্ধি করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বীরভূমের সিউড়ি হিরো শোরুমের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৬ টি মোটরবাইক তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ওই মোটর বাইক প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে পুলিশের তৎপরতা বৃদ্ধি করার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তারা বিভিন্ন অলি গলি রাস্তায় মোটর বাইক নিয়ে দ্রুত পৌঁছে যেতে পারেন। এদিন বীরভূম পুলিশের হাতে ৫৬ টি মোটর বাইক তুলে দেওয়ার পাশাপাশি রাজ্য জুড়ে মোট ১১৬৭ টি মোটর বাইক তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
বীরভূম জেলা সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, " হিরো মোটরবাইক প্রস্তুতকারী সংস্থার একটি উদ্যোগ বি কেয়ার। যার মাধ্যমে রাজ্য জুড়ে ১১৬৭ টি মোটর বাইক তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জেলা পুলিশকে দেওয়া হয় ৫৬ টি মোটর বাইক। পুলিশ যাতে শহরের যেকোনও রাস্তার যেকোনও কোনায় দ্রুত বাইক নিয়ে পৌঁছে যেতে পারে তাই এই মোটর বাইক গুলি দেওয়া হয়।"
advertisement
মোটর বাইক প্রস্তুতকারী সংস্থার কর্ণধার পুলক ভাউসিংহ বলেন, "রাজ্যের বিভিন্ন ডিলারের মাধ্যমে রাজ্য জুড়ে ১১৬৭ টি মোটর বাইক দেওয়া হয় রাজ্য পুলিশকে। পাশাপাশি বীরভূম জেলায় ৫৬ টি মোটর বাইক তুলে দেওয়া হয় জেলা পুলিশের হাতে। এই মোটর বাইকের সাহায্যে পুলিশ প্রশাসনিক যেকোনও কাজে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে।" অন্যদিকে এই মোটর বাইক তাদের হাতে তুলে দেওয়ার পর বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী-সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা ওই শোরুমে গাড়ি ছেড়ে মোটরবাইক চালিয়েই ফিরে আসেন কার্যালয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2022 6:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সাধু উদ্যোগ! রাজ্যজুড়ে পুলিশকে ১১৬৭টি বাইক উপহার মোটরবাইক সংস্থার, বীরভূম পেল ৫৬টি