Most Poisonous Fruits: সাবধান! চিনে নিন এই 'পাঁচ' ফল! রূপে ভুলবেন না, এই ফল খেয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Most Poisonous Fruits In The World: অধিকাংশ ফল থেকেই মেলে দেদার ভিটামিন। কিন্তু আপনি কি জানেন যে কিছু ফল জীবনের জন্য বিরাট ক্ষতি ডেকে আনতে পারে?
সাধারণত আমরা যখন ফলের কথা বলি, তখন সেগুলো আমাদের ভালো স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে, কারণ অধিকাংশ ফল থেকেই মেলে দেদার ভিটামিন। কিন্তু আপনি কি জানেন যে কিছু ফল জীবনের জন্য বিরাট ক্ষতি ডেকে আনতে পারে? হ্যাঁ, পৃথিবীতে এমন অনেক ফল আছে যেগুলো দেখতে যেমন সুন্দর, স্বাস্থ্যের জন্য তেমনই তা ভয়ানক বিপজ্জনক। চলুন জেনে নিই সেই সব ফলের সম্পর্কে।
advertisement
স্টার ফল একটি মিষ্টি এবং টক ফল। এটি ক্যালোরি কম এবং ফাইবার, ভিটামিন সি সমৃদ্ধ। তবে কিডনির সমস্যা থাকলে এই ফল খাওয়ার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিন। প্রকৃতপক্ষে, হলুদ স্টার ফলের মধ্যে উচ্চ পরিমাণে অক্সালেট পাওয়া যায়, যা কিডনি সমস্যাযুক্ত লোকদের জন্য বিপজ্জনক। এটি বেশি খেলে কিডনির ক্ষতি, হার্ট অ্যাটাক এমনকি মৃত্যুও হতে পারে। ছবি: ক্যানভা
advertisement
advertisement
এই জাট্রোফা উদ্ভিদটি পৃথিবীর প্রায় সব কোণে ক্রান্তীয় বা উপ-ক্রান্তীয় জলবায়ুতে পাওয়া যায়। দুর্ভাগ্যবশত, ভারতের অনেক জায়গায়, শিশুরা অজান্তে এই বিষাক্ত ফলের সেবনে আচমকা আক্রান্ত হয়েছে। আসলে এই মিষ্টি হলুদ ফলের মধ্যে যে বীজ পাওয়া যায় তা বিপজ্জনক বিষ হিসেবে কাজ করে। জাট্রোফা বীজ বমি, ডায়রিয়ার মতো উপসর্গ বাড়াতে এবং কিডনির ক্ষতি করতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এই ফল খেয়ে। ছবি: ক্যানভা
advertisement
advertisement