Bangla News: মুখে অক্সিজেন মাস্ক, বেডে বসে বিড়ি ধরাল রোগী! পুড়ে গেল মুখ, ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

Bangla News: রবিবার গভীর রাতে হাবরা হাসপাতালে বেডে বসে অক্সিজেন মাস্ক পড়ে ধূমপান করছিলেন তিনি, সে সময় আগুনে তাঁর মুখ পুড়ে যায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হাবড়া: ঠান্ডায় শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন হাবড়া হাটথুবা ঘোষপাড়া এলাকার মাঝবয়সি গৃহবূধ অরুণা অধিকারী। রবিবার গভীর রাতে হাবরা হাসপাতালে বেডে বসে অক্সিজেন মাস্ক পড়ে ধূমপান করছিলেন তিনি, সে সময় আগুনে তাঁর মুখ পুড়ে যায়। পাশের বেডের রোগীরা আগুন দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকায় ছুটে আসে কর্তব্যরত নার্সরা। মহিলার অবস্থা আশঙ্কাজনক থাকায় সোমবার তাঁকে বারাসাত হাসপাতালে রেফার করা হয়।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। হাসপাতাল বেডে ধূমপান করার জিনিস বা দেশলাই পৌঁছালো কী করে বা একজন রোগী হাসপাতাল বেডে বসে ধূমপান করে কীভাবে। কর্তব্যরত নার্স, ডাক্তাররা কোথায় ছিলেন সে সময়, উঠছে একাধিক প্রশ্ন।
advertisement
advertisement
হাবরা পৌরসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নারায়ণ সাহার সঙ্গে জানান সম্পূর্ণ ঘটনা শুনেছেন। তিনি জানান খোঁজখবর নেওয়া হবে কীভাবে ভেতরে ধূমপান করার জিনিসপত্র পৌঁছালো তদন্ত করে দেখা হবে। তবে, এই নিয়ে হাবড়া হাসপাতেলের সুপার বিবেকানন্দ বিশ্বাস কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। তবে এই ঘটনা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে অন্যান্য রোগীরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
advertisement
জিয়াউল আলম
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মুখে অক্সিজেন মাস্ক, বেডে বসে বিড়ি ধরাল রোগী! পুড়ে গেল মুখ, ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement