হাতুড়ি পিটিয়ে ইট ভাঙছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার! এটা কী সত্যি? নিজের চোখেই দেখুন

Last Updated:

Ashok Dinda : এ দৃশ্য ভোলার মত নয়! ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার! তিনিই কিনা রাস্তায় রোদে বসে হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন। কে? দেখলে বিশ্বাস হবে না।

+
অশোক

অশোক দিন্দার রাস্তা মেরামত।

ময়না, সৈকত শী : পেশায় তিনি ক্রিকেটার। চুটিয়ে খেলেছেন রঞ্জি ট্রফি, আই পি এল সহ আন্তর্জাতিক ক্রিকেট। ভারতীয় দলের প্রাক্তন সেই ক্রিকেটার রাস্তায় রীতিমত রোদে বসে হাতুড়ি নিয়ে ইট ভাঙছেন। আর এই দৃশ্য দেখে সকলেই হতবাক। যাকে দেখা যেত জাতীয় দলের হয়ে খেলার সময় টিভির পর্দায়, তিনি কিনা এভাবে তীব্র গরমের মধ্যে রোদে হাতুড়ি পিটিয়ে ইট ভাঙছেন!
এমনই রীতিমতো অবাক করা দৃশ্যের সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাসিন্দারা। অচেনা এই দৃশ্যের সঙ্গে নিজেদের একেবারেই মেলাতে পারলেন না ময়নার বাসিন্দারা। বাংলা তথা জাতীয় দলের হয়ে খেলেছেন পূর্ব মেদিনীপুর জেলার ছেলে অশোক দিন্দা। ফাস্ট বোলার হিসেবেই খ্যাতি অর্জন করেছেন তিনি। ভারতের জাতীয় দল ক্লাব ও আইপিএল সহ ক্রিকেটের যাবতীয় ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। অবসরের পর তিনি নেমেছেন রাজনৈতিক ময়দানে। বর্তমানে তিনি রাজ্যের প্রধান শাসক দলের বিধায়ক।
advertisement
advertisement
তাঁর বিধানসভা ক্ষেত্র পূর্ব মেদিনীপুর জেলার ময়না। ময়নার বিধায়ক হওয়ার পর নানা সমস্যা নিয়ে বারবার সোচ্চার হতে দেখা যায় তাঁকে। কখনও ময়নার মানুষের জল যন্ত্রণা নিয়ে সোচ্চার হয়েছেন, আবার কখনও ময়নায় মাছ চাষিদের সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন। তবে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ময়নায় তিনি যা করলেন, তা সকলকেই অবাক করেছে। ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। এদিন ময়নার মল্লিক মোড় থেকে আসনান এলাকার রাস্তা সারাইয়ের কাজে হাত লাগান তিনি।
advertisement
তীব্র গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে হাতুড়ি পিটিয়ে রাস্তা সারাইয়ের জন্য ইট ভাঙেন তিনি। এ বিষয়ে প্রাক্তন ক্রিকেটার ও ময়নার বিধায়ক অশোক দিন্দা জানান, ‘দীর্ঘ চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে ময়নার এই রাস্তা। প্রায় ৭ কিলোমিটার রাস্তা ভেঙেচুরে গিয়েছে। পিডব্লিউডি, জেলা পরিষদ ও বিধানসভায় চিঠি দিলেও কিছু হয়নি। তাই রাস্তা সারাইয়ের কর্মসূচি নিতে হয়েছে আমাদের। যতটা সম্ভব বেহাল রাস্তা মেরামত করার কাজ করব।’ এই রাস্তা মেরামত কর্মসূচিতে অশোক দিন্দাকে দেখা যায় রীতিমত হাতুড়ি পিটিয়ে ইট ভাঙতে। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঝড় তুলেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও বিষয়টি সম্পর্কে অনেকে বলছেন, দলের নেতাকর্মীরা বিভিন্ন সময় নানা সামাজিক কাজকর্ম করে থাকেন। ময়নার বর্তমান বিধায়কও করছেন। ভাল কথা। কিন্তু সবই ভোটের জন্য। সামনে বিধানসভা ভোট, তাই প্রচারের আলোয় থাকার জন্য এসব করছেন বিধায়ক তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।  কিন্তু ময়নার সাধারণ মানুষ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে হাতুড়ি নিয়ে ইট ভাঙতে দেখে রীতিমত অবাক!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাতুড়ি পিটিয়ে ইট ভাঙছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার! এটা কী সত্যি? নিজের চোখেই দেখুন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement