Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
- Published by:Debamoy Ghosh
- Reported by:Susmita Mondal
Last Updated:
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের টিমে কারা ঠাঁই পাবেন, দায়িত্ব দেওয়া হবে কাদের উপর, তা নিয়ে এখন বঙ্গ বিজেপির অন্দরে তুমুল কাটাছেঁড়া চলছে বলে সূত্রের খবর।
ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ছাডা়ও সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের টিমে কারা ঠাঁই পাবেন, দায়িত্ব দেওয়া হবে কাদের উপর, তা নিয়ে এখন বঙ্গ বিজেপির অন্দরে তুমুল কাটাছেঁড়া চলছে বলে সূত্রের খবর। বহু নাম নিয়ে আলোচনা হচ্ছে। পুরনোদের ফের সক্রিয় করতে চাইছেন বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য। কিন্তু সহজে তা হওয়ার নয় বলেই ওয়াকিবহাল মহলের মত।
সূত্রের আরও খবর, বৈঠকে সাধারণ সম্পাদক হিসাবে নাম উঠে এসেছে রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতোদের। এঁদের মধ্যে থেকে চারজন সাধারণ সম্পাদক হতে পারেন। কারা তাঁরা? তা নিয়ে তুঙ্গে চর্চা। বিজেপি সূত্রের খবর, ছাব্বিশের বিধানসভা ভোটে লড়ায়ের জন্য টিম বদল করতে হিমশিম খাচ্ছেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি চান, দিলীপ ঘোষের মতো ‘সক্রিয়’ নেতাকে আবার কোর কমিটিতে ফিরিয়ে আনতে। সেই সঙ্গে পুরনোদের দায়িত্ব বাড়াতে।
advertisement
advertisement
কিন্তু শুভেন্দু, অমিতাভরাও চান নিজেদের শিবিরের সদস্যরা থাকুক রাজ্য কমিটিতে। ফলে এই মুহূর্তে বঙ্গ বিজেপির নয়া কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে। তবে দিলীপ ঘোষকে নিয়ে টানাপোড়েন অব্যাহত। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য নির্বাচনের প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া কোর কমিটির সদস্য হিসেবে ভোটের কাজে সক্রিয়ভাবে লাগাতে চান। গতকাল মাঝরাত পর্যন্ত হেরিটেজে হওয়া বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে । তবে কি রাজ্য বিজেপির সংগঠনিক কাজে ফের একবার স্বমহিমায় দেখা যাবে দিলীপ ঘোষকে? জোরালো হচ্ছে সম্ভাবনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 9:06 PM IST