Durga Puja 2025: বোধনেই উৎসবের নান্দীমুখ, দুর্গোৎসবের পরতে পরতে জড়িয়ে আছে ঐতিহ্য
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Durga Puja 2025:মহালয়া থেকে যতই মানুষ ঠাকুর দেখতে বের হোক না কেন, দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠী থেকে। দেবীর বোধন থেকে শুরু হয় মায়ের আরাধনা আর বিসর্জনের মাধ্যমে শেষ হয় দুর্গাপুজো। কিন্তু আপনি কি জানেন, কেন মা দুর্গাকে বোধন করা হয় পুজো করার আগে?
advertisement
advertisement
মনে করা হয়, উত্তরায়ণের সময় সমস্ত দেব-দেবী জাগ্রত অবস্থায় থাকেন তাই সেই সময় পুজো করা হয় সব দেবদেবীর। কিন্তু দক্ষিণায়নের সময় নিদ্রায় মগ্ন থাকেন দেব-দেবী আর শরৎকালে চলে সেই দক্ষিণায়ন। যেহেতু ভগবান শ্রী রাম অকালে মা দুর্গাকে পুজো করেছিলেন তাই দেবীকে পুজো করার আগেই বোধন করে দেবীর নিদ্রা ভঙ্গ করেছিলেন ভগবান শ্রী রাম।
advertisement
advertisement
advertisement