Bangla news : ঘোড়ায় চড়ে এলেন ৯০ এর পাত্র! পাত্রী ৮৫, সন্তানরাই দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন প্রবীণ দম্পতির

Last Updated:

Bangla news : ঘোড়ার গাড়িতে চেপে বাজনা নিয়ে বিয়ে করতে চলেছেন ৯০ বছরের বিশ্বনাথ সরকার।

ঘোড়ায় চড়ে এলেন ৯০ এর পাত্র! পাত্রী ৮৫
ঘোড়ায় চড়ে এলেন ৯০ এর পাত্র! পাত্রী ৮৫
#মুর্শিদাবাদ: দাঁত একটাও নেই। চোয়াল দুটো বসে গিয়েছে। মাঝে মধ্যেই কাশতে কাশতে জীবন বেরিয়ে যাওয়ার জোগাড়। তারই মধ্যে মাথায় টোপর দিয়ে ঘোড়ার গাড়িতে চেপে বাজনা নিয়ে বিয়ে করতে চলেছেন ৯০ বছরের বিশ্বনাথ সরকার। বহু বসন্ত কাটিয়ে বুধবার ছিল বিশ্বনাথ সরকার ও সুরধ্বনি সরকারের ৭০তম বিবাহ বার্ষিকী। বাবা মায়ের বিবাহ বার্ষিকীকে তাদের চমক দিতে বিয়ের আয়োজন করলেন ছেলে-মেয়ে, নাতি-নাতনিরা। এই ঘটনার সাক্ষী থাকল জিয়াগঞ্জ থানার বেলিয়াপুকুর এলাকার মানুষ। বিয়ের আয়োজনে ছেলে মেয়েদের খুশিতে চোখের জল বাধ মানলো না বৃদ্ধ বিশ্বনাথ বাবুর ও সুরধ্বনি দেবীর।
বাংলার ১৩৫৯ সালের ৩ ফাল্গুন বিয়ে হয়েছিল ভগবানগোলা থানার বামুনিয়া গ্রামের বিশ্বনাথ সরকারের। পাত্রী রঘুনাথগঞ্জ থানার ফেজালপুর এলাকার সুরধ্বনি সরকার। ৬ ছেলে ও ৩ মেয়ে নিয়ে বিশ্বনাথবাবু ও সুরধ্বনি দেবীর সংসার। সকলেই বিবাহিত। কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন তাঁরা। কিন্তু বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য তাঁরা ভোলেনি কেউই। তাই বাবা মায়ের ৭০তম বিবাহ বার্ষিকীকে তাঁদের চমক দিতে বিয়ের আয়োজন করলেন ছেলে-মেয়ে নাতি-নাতনিরা।
advertisement
advertisement
নিয়ম করে বাবার পৈতৃক বাড়ি ভগবানগোলা থানার বামুনিয়া গ্রামে মাকে রেখে আসেন তাঁরা। আর বাবাকে বর সাজিয়ে টোপর মাথায় দিয়ে ঘোড়ার গাড়িতে বসিয়ে বাজনা বাজিয়ে বরযাত্রী নিয়ে নাচতে নাচতে বিয়ের আসরে হাজির হন ছেলে মেয়েরা। অন্যদিকে পাত্রের অপেক্ষায় সেজেগুজে প্রস্তুত সুরধ্বনি দেবীও। রীতিমতো ধুমধাম করে বাবা মায়ের বিয়ে দিলেন ছেলে মেয়েরা। দাদু ঠাকুমার বিয়েতে বরযাত্রী এসে, ঠাকুমাকে বউ সাজিয়ে দিয়ে খুশি নাতনি পায়েল সরকার।
advertisement
বর কনেকে মিষ্টি মুখ করিয়ে আশীর্বাদ ও বরণ করে শুরু হয় বিয়ের আয়োজন। ছাদনা তলায় মালা বদল করে সব রীতি নীতি মেনে সম্পন্ন হয় বিয়ে। বিশ্বনাথবাবু ও সুরোধ্বনি দেবীর শুভ পরিণয়। সকল আত্মীয় পরিজন নিয়ে ছিল ৫০০ লোকের পাত পেড়ে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। পুত্রবধূ গীতা সরকার বলেন, "পরিবারের সকলের সঙ্গে কথা বলে শ্বশুর শাশুড়ির বিয়ের আয়োজন করা হয়। পরিবারের সকলকে নিয়ে আনন্দ মজা করতেই বিয়ের আয়োজন।" দাদু দিদার বিয়েতে কোলপাত্র হয়ে এসে খুশি নাত জামাই সমীর কুমার। ৭০ বছর পর আবার নিজের বিয়ের আয়োজনে ছেলে মেয়েদের খুশিতে চোখের জল বাধ মানলনা বৃদ্ধ বিশ্বনাথ বাবুর ও সুরধ্বনি দেবীর।
advertisement
Pranab Kumar Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla news : ঘোড়ায় চড়ে এলেন ৯০ এর পাত্র! পাত্রী ৮৫, সন্তানরাই দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন প্রবীণ দম্পতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement