Bangla News: পুরুলিয়ায় গৃহস্থের বাড়িতে রহস্যজনক আগুন, 'অলৌকিক নয়', তবে? সায়েন্স সোসাইটি সব বুঝে গেল
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bangla News: ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির এই প্রাথমিক তদন্ত ও ধারণার পর, গ্রামের বাসিন্দা পরেশ মণ্ডলের পরিবার ও গ্রামবাসীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের উপরডি গ্রামের একটি বাড়িতে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বারবার রহস্যজনক ভাবে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় গোটা এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ‘অলৌকিক’ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে এবার গ্রামে পৌঁছল সর্বভারতীয় বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি-র একটি প্রতিনিধি দল।
গ্রামের বাসিন্দা পরেশ মণ্ডলের বাড়িতে ঘটা এমন ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত ভাবে ওই প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণ খতিয়ে দেখেন। প্রতিনিধি দলের সদস্যরা বাড়ির প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং প্রাকৃতিক ভাবে আগুন লাগার জন্য প্রয়োজনীয় কোনও দাহ্য পদার্থ, রাসায়নিক উপাদান বা অন্য কোনও সহায়ক কারণের অস্তিত্ব খুঁজে পাননি।
advertisement
আরও পড়ুন: ‘ওঁর মতো হও, নিজেকে পাল্টাও’, স্ত্রী সুনীতাকে ‘প্রেমিকা’র মতো হতে চাপ দিতেন গোবিন্দা! নায়িকাটি কে জানুন
তদন্তের পর তাদের প্রাথমিক মত, “এই ঘটনা কোনও অলৌকিক বিষয় নয়, বরং ব্যক্তিগত স্বার্থে কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।” পরিবারের সদস্যদের সতর্ক থাকার বার্তা দেন এদিন সংগঠনের সদস্যরা। এরপর ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির প্রতিনিধি দল স্থানীয় সাঁওতালডিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: জাঙ্ক ফুড খেয়ে একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যু? খবর শিরোনামে আসতেই ডাক্তার জানালেন আসল কারণ! চাঞ্চল্যকর
তারা এই ঘটনার যথাযথ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি, যদি কেউ দোষী প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির এই প্রাথমিক তদন্ত ও ধারণার পর, গ্রামের বাসিন্দা পরেশ মণ্ডলের পরিবার ও গ্রামবাসীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
Dec 24, 2025 6:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: পুরুলিয়ায় গৃহস্থের বাড়িতে রহস্যজনক আগুন, 'অলৌকিক নয়', তবে? সায়েন্স সোসাইটি সব বুঝে গেল








