Bangla News: অঙ্গনওয়াড়ি থেকে ফিরেই পড়ুয়াদের পেট খারাপ, বমি! এরপরই যা জেনে ফেললেন অভিভাবকরা, শিউরে উঠবেন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bangla News: অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া মিড ডে মিলের খাবার খেয়েই পেট খারাপ, অসুস্থ হয়ে পড়ছে এলাকার খুদে পড়ুয়ারা! অভিভাবকরা চড়াও হতেই বেরিয়ে আসলো আসল সত্য। দেখলেন মিড ডে মিলের চাল ডালে ধরেছে পোকা।
উত্তর ২৪ পরগনা: অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া মিড ডে মিলের খাবার খেয়েই পেট খারাপ, অসুস্থ হয়ে পড়ছে এলাকার খুদে পড়ুয়ারা! অভিভাবকরা চড়াও হতেই বেরিয়ে আসলো আসল সত্য। দেখলেন মিড ডে মিলের চাল ডালে ধরেছে পোকা। আর পোকা সহ সেই চাল ডালই খাওয়ানো হচ্ছিল ছোট ছোট শিশুদের। যার কারণে বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এলাকার শিশুরা বলেই দাবি অভিভাবকদের। এই ঘটনা সামনে আসতেই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে আসতে হয় পুলিশকেও।
আরও পড়ুনঃ ১মাসেই ক্লিন বোল্ড কোলেস্টেরল! পাতে রাখুন ‘৭’ ম্যাজিক খাবার! কিস্তিমাত দিন হার্ট অ্যাটাককে
জানা যায়, রান্নার খাবারে পোকা এই অভিযোগ তুলেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকেরা ও স্থানীয়রা শিক্ষিকাকে ঘরে আটকেও রাখেন। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে আটক ওই শিক্ষিকাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বাগদা থানার ৩৬৭ নং ঝাউখালি আইসিডিএস সেন্টারে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা শ্যামলী রায় বাচ্চাদের ওই পোকা ধরা চাল ডাল খাইয়ে আসছিলেন। তাঁকে বিষয়টি জানানোর পরও, কোনরকম পদক্ষেপ গ্রহণ করেননি বলেও অভিযোগ। এদিনও ফের বাচ্চাদের খাবার আনতে গেলে খাবারে পোকা দেখতে পান অভিভাবকেরা। এরপরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। শিক্ষিকাদের ঘরে আটকে রাখা হয়।
advertisement
আরও পড়ুনঃ ক্যালসিয়ামের গুপ্তখনি এই ‘সবুজ’ খাবার! সস্তার ‘সুপারফুডে’ ব্লাড প্রেসার হবে কাবু! ভরে ভরে দেবে শক্তি
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুপারভাইজার ও বয়রা পঞ্চায়েত প্রধানও। সুপারভাইজার রিয়া মন্ডল জানান, ‘হয়তো বৃষ্টির কারণে পোকা লাগতে পারে। আমরা দ্রুত চাল ডাল পরিবর্তন করে দেব। বয়রা পঞ্চায়েত প্রধান সুষমা মন্ডল বলেন, ‘ঘটনাস্থলে সুপারভাইজার দিদি এবং পুলিশ আসে, পরিস্থিতি সামাল দিতে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’ ফলে এখন মিড ডে মিলের খাবার নিয়ে প্রশাসনের এমন গাফিলতিতে রীতিমতো খুদে পড়ুয়াদের শরীর স্বাস্থ্য নিয়েই দুশ্চিন্তায় অভিভাবকরা। পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসীরা।
advertisement
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2024 2:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অঙ্গনওয়াড়ি থেকে ফিরেই পড়ুয়াদের পেট খারাপ, বমি! এরপরই যা জেনে ফেললেন অভিভাবকরা, শিউরে উঠবেন