Bangla News | Horror: সূর্য ডুবলেই... মঙ্গলগঞ্জের ভৌতিক নীলকুঠিতে কে আসে? 'ডার্ক ট্যুরিজমে' যাবেন নাকি?
- Published by:Suman Biswas
Last Updated:
Bangla News | Horror: এখনও এই জায়গায় রাত নামলে অস্তিত্ব টের পাওয়া যায় অশরীর উপস্থিতির বলেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর ২৪ পরগনা: ডার্ক ট্যুরিজমে আগ্রহ বাড়ছে মানুষের। আর তাই বিভিন্ন ঐতিহাসিক, ভৌতিক স্থানগুলিতে বাড়ছে পর্যটকদের আনাগোনা। এরকমই ইছামতীর পাশে জোনাকির দেশে গা ছমছমে ভৌতিক পরিবেশে বনগাঁর মঙ্গলগঞ্জে ঘুরে আসতে পারেন এক রাত। পাশেই আছে নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি। যাকে ঘিরে শোনা যায় নানা ভৌতিক ঘটনার কথা।
এখনও এই জায়গায় রাত নামলে অস্তিত্ব টের পাওয়া যায় অশরীর উপস্থিতির বলেন স্থানীয় বাসিন্দারা। নিকষ কালো চারপাশ, ঝিঁঝিঁ পোকার ডাক গোটা জঙ্গল জুড়ে। হাড় হিম করা পরিবেশে মশাল হাতে করতে পারেন জঙ্গল সফর। প্রতি ইটে শ্যাওলা ধরা, ঘরের ভিতরেই চোখের সামনে দিয়ে ভয় ধরিয়ে উড়ে যাবে পায়রা। জোনাকির আনাগোনা তৈরি করবে এক ভৌতিক পরিবেশের। নানা ধরনের ভৌতিক আওয়াজ রীতিমতো হাড়-হীম করে দেবে। ইচ্ছে হলে, গরমের ছুটিতে প্রকৃতির মাঝে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের পরবর্তী গন্তব্য হতেই পারে বনগাঁর নীলকুঠি। যদি ভূতে বিশ্বাস নাও করেন, তাহলেও জঙ্গল এবং নদী মিলিয়ে গ্রাম বাংলার এই পরিবেশ জায়গাটির প্রেমে পরতে বাধ্য করবে।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার বাগদা থানার মঙ্গলগঞ্জ নীলকুঠি ভৌতিক অনুভূতির জন্য এখন অনেক পর্যটকের কাছেই আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। অপরপ্রান্তে, বিভূতিভূষণ অভয়ারণ্যের পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতী নদী৷ আর এপারে নাটাবেড়িয়া পঞ্চায়েতের মঙ্গলগঞ্জেই রয়েছে এই পরিত্যক্ত নীলকুঠি।
advertisement
স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই নীলকুঠিতেই নীল চাষীদের উপর নির্মম অত্যাচার করত নীলকর সাহেবরা। এমনকি বহু মানুষের অত্যাচারিত হয়ে মৃত্যুর সাক্ষী রয়েছে এই নীলকুঠি। প্রায় ৬৪ বিঘা জমি জুড়ে রয়েছে ওই নীলকুঠি এলাকায়। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী এই নীলকুঠি। ভৌতিক পরিবেশের স্বাদ পেতে তাই ঘুরে যেতে পারেন মঙ্গলগঞ্জ। থাকার জন্য এখানেই নদীর ধারেই রয়েছে তিনটি কটেজ ও টেন্টের ব্যবস্থা। কলকাতা থেকে মাত্র ১১০ কিলোমিটারের রাস্তা এই ভৌতিক নীলকুঠি।
advertisement
-----Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 1:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News | Horror: সূর্য ডুবলেই... মঙ্গলগঞ্জের ভৌতিক নীলকুঠিতে কে আসে? 'ডার্ক ট্যুরিজমে' যাবেন নাকি?