Bangla News: কয়লা পাচার কাণ্ডে বিরাট মোড়, বিকাশ মিশ্রকে হেফাজতে পেল না সিবিআই! কী এমন ঘটল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বিকাশ মিশ্র। সিবিআই হেফাজত শেষে বিকাশ জেলে গেলে সিবিআই আদালতে আবেদন করে যে বিকাশ মিশ্র বারবার শারীরিক অসুস্থতার কথা বলে জেরা এড়াচ্ছেন।
আসানসোল: কয়লা পাচার কাণ্ডে জামিনে থাকা বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে পেল না সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে বিকাশ মিশ্রকে ৪ দিনের নিজেদের হেফাজতে চায় সিবিআই। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে বিকাশের আইনজীবী প্রশ্ন করেন জামিনে থাকা বিকাশ মিশ্রকে যদি সিবিআই ৪ দিন হেফাজতে নেয়, তাহলে পঞ্চম দিন বিকাশের কী হবে। যার কোন উত্তর দিতে পারেনি সিবিআইয়ের আইনজীবী। বিচারক জানান উচ্চ আদালত যা নির্দেশ দেবে, সেটাই মেনে চলা হবে।
প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বিকাশ মিশ্র। সিবিআই হেফাজত শেষে বিকাশ জেলে গেলে সিবিআই আদালতে আবেদন করে যে বিকাশ মিশ্র বারবার শারীরিক অসুস্থতার কথা বলে জেরা এড়াচ্ছেন। নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা করতে চায় সিবিআই। আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে ৪৮ ঘণ্টা অন্তর বিকাশের স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেয় আদালত। সেই নির্দেশ অনুসারে গত ৩১ অগাস্ট প্রেসিডেন্সি জেলে গিয়ে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করেন সিবিআইয়ের চিকিৎসক। ৩ সেপ্টেম্বর ফের সিবিআই জেলে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে সুপার বাধা দেন বলে অভিযোগ।
advertisement
advertisement
সিবিআই জানায়, সুপার বলেন, বিকাশের স্বাস্থ্য পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এর জেরে সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানান, জেলে সমস্ত বন্দির প্রতি সমান আচরণ করতে হবে। সুপার বিনয় মিশ্রকে যে বাড়তি সুবিধা দিয়েছেন তা উদ্বেগের। এই ধরণের পক্ষপাতিত্ব দেখে আদালত চুপ করে বসে থাকতে পারে না। এটা অবিচার।
advertisement
এই মামলায় গত ২২ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছিলেন জেল সুপার। কিন্তু আদালত তাঁকে ক্ষমা করবে না। রাজ্যের সব থেকে বড় জেলের সুপারের এই আচরণ গ্রহণযোগ্য নয়। বিকাশ সুস্থ হওয়ার পরেও কেন তাঁকে হাসপাতালে রাখা হল? জেনে বুঝে বিকাশকে হাসপাতালে রেখে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন জেলের সুপার। তাকে বার বার হাসপাতালে পাঠিয়ে আদালতের নির্দেশ অমান্য করেছেন সুপার। একজন সরকারি কর্মচারীর এত সাহস হয় কী করে? সেই মামলাতেই এবার ফের সিবিআইয়ের আর্জি খারিজ হয়ে গেল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 10:18 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কয়লা পাচার কাণ্ডে বিরাট মোড়, বিকাশ মিশ্রকে হেফাজতে পেল না সিবিআই! কী এমন ঘটল?