Bangla News: কয়লা পাচার কাণ্ডে বিরাট মোড়, বিকাশ মিশ্রকে হেফাজতে পেল না সিবিআই! কী এমন ঘটল?

Last Updated:

Bangla News: প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বিকাশ মিশ্র। সিবিআই হেফাজত শেষে বিকাশ জেলে গেলে সিবিআই আদালতে আবেদন করে যে বিকাশ মিশ্র বারবার শারীরিক অসুস্থতার কথা বলে জেরা এড়াচ্ছেন।

বিকাশের স্বস্তি
বিকাশের স্বস্তি
আসানসোল: কয়লা পাচার কাণ্ডে জামিনে থাকা বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে পেল না সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে বিকাশ মিশ্রকে ৪ দিনের নিজেদের হেফাজতে চায় সিবিআই। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে বিকাশের আইনজীবী প্রশ্ন করেন জামিনে থাকা বিকাশ মিশ্রকে যদি সিবিআই ৪ দিন হেফাজতে নেয়, তাহলে পঞ্চম দিন বিকাশের কী হবে। যার কোন উত্তর দিতে পারেনি সিবিআইয়ের আইনজীবী। বিচারক জানান উচ্চ আদালত যা নির্দেশ দেবে, সেটাই মেনে চলা হবে।
প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বিকাশ মিশ্র। সিবিআই হেফাজত শেষে বিকাশ জেলে গেলে সিবিআই আদালতে আবেদন করে যে বিকাশ মিশ্র বারবার শারীরিক অসুস্থতার কথা বলে জেরা এড়াচ্ছেন। নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা করতে চায় সিবিআই। আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে ৪৮ ঘণ্টা অন্তর বিকাশের স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেয় আদালত। সেই নির্দেশ অনুসারে গত ৩১ অগাস্ট প্রেসিডেন্সি জেলে গিয়ে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করেন সিবিআইয়ের চিকিৎসক। ৩ সেপ্টেম্বর ফের সিবিআই জেলে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে সুপার বাধা দেন বলে অভিযোগ।
advertisement
advertisement
সিবিআই জানায়, সুপার বলেন, বিকাশের স্বাস্থ্য পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এর জেরে সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানান, জেলে সমস্ত বন্দির প্রতি সমান আচরণ করতে হবে। সুপার বিনয় মিশ্রকে যে বাড়তি সুবিধা দিয়েছেন তা উদ্বেগের। এই ধরণের পক্ষপাতিত্ব দেখে আদালত চুপ করে বসে থাকতে পারে না। এটা অবিচার।
advertisement
এই মামলায় গত ২২ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছিলেন জেল সুপার। কিন্তু আদালত তাঁকে ক্ষমা করবে না। রাজ্যের সব থেকে বড় জেলের সুপারের এই আচরণ গ্রহণযোগ্য নয়। বিকাশ সুস্থ হওয়ার পরেও কেন তাঁকে হাসপাতালে রাখা হল? জেনে বুঝে বিকাশকে হাসপাতালে রেখে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন জেলের সুপার। তাকে বার বার হাসপাতালে পাঠিয়ে আদালতের নির্দেশ অমান্য করেছেন সুপার। একজন সরকারি কর্মচারীর এত সাহস হয় কী করে? সেই মামলাতেই এবার ফের সিবিআইয়ের আর্জি খারিজ হয়ে গেল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কয়লা পাচার কাণ্ডে বিরাট মোড়, বিকাশ মিশ্রকে হেফাজতে পেল না সিবিআই! কী এমন ঘটল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement