Anubrata Mondal News: হঠাৎ গ্রেফতার অনুব্রত-কন্যা! কেন? চমকে দেওয়া তথ্য! ইডিকে যা জানিয়ে দিলেন সুকন্যা...

Last Updated:

Anubrata Mondal News: কেন সুকন্যাকে গ্রেফতার করল ইডি? তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, এই মর্মেই আবার নোটিস পাঠানো হয়েছিল।

কী কারণে গ্রেফতার সুকন্যা?
কী কারণে গ্রেফতার সুকন্যা?
নয়াদিল্লি: বারবার ডাকা সত্ত্বেও ইডির হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারংবার ইডি দফতরে হাজিরা এড়ান অনুব্রত কন্যা। সম্প্রতি, ইডি-কে চিঠি দিয়ে শারীরিক অসুস্থতার কথা জানানো হয়েছিল সুকন্যার তরফে। তাঁর চিকিৎসা চলছে বলেও জানিয়েছিলেন সুকন্যা। মোট ৩ বার ইডি-র কাছে হাজিরা এড়ান তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার নয়াদিল্লিতে ইডি-র দফতরে গিয়েছিলেন তিনি। সেখানেই গ্রেফতার করা হল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে।
কেন সুকন্যাকে গ্রেফতার করল ইডি? তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, এই মর্মেই আবার নোটিস পাঠানো হয়েছিল। এরপরই দিল্লিতে হাজির হন সুকন্যা। টানা দুদিন জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হল সুকন্যাকে।
advertisement
সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে দশটার সময় ডাকা হয়েছিল সুকন্যাকে। নির্ধারিত সময়ই তিনি গিয়েছিলেন ইডি দফতরে। জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার পর নানা অসঙ্গতি ধরা পড়ে সুকন্যার বক্তব্যে। প্রায় সমস্ত প্রশ্নেই সুকন্যা জানিয়েছিলেন, তার কিছু জানা নেই। সমস্ত কিছু তাঁর বাবা অনুব্রত মণ্ডল জানে।
advertisement
ইডি-র অভিযোগ, তদন্তে বিভ্রান্ত করছিলেন সুকন্যা। পাশাপাশি অসহযোগিতাও করছিলেন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, একই অভিযোগ সুকন্যা মণ্ডলের বিরুদ্ধেও তুলেছে ইডি। ANM প্রাইভেট লিমিটেড কোম্পানির বিষয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়, এছাড়া নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেড কোম্পানি অন্যতম ডিরেক্টর সুকন্যা মণ্ডল।
advertisement
ভোলে বোম রাইস মিলের অন্যতম ডিরেক্টরও ছিলেন সুকন্যা। আগামিকাল, বৃহস্পতিবার রাইস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে। ইডির অভিযোগ, একজন সাধারণ শিক্ষিকার এত বিপুল সম্পত্তি কীভাবে হল? সেই প্রশ্নের উত্তরে অসংগতি মিলেছে। রাইস মিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমি সহ একাধিক বিপুল সম্পত্তি। টাকার উৎস বলতে পারেনি। এরপরই গ্রেফতার করা হয় সুকন্যাকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal News: হঠাৎ গ্রেফতার অনুব্রত-কন্যা! কেন? চমকে দেওয়া তথ্য! ইডিকে যা জানিয়ে দিলেন সুকন্যা...
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement