Latest Bangla News: মোবাইলে নয়, পার্কে স্কুল! অনলাইন ক্লাস থেকে মুক্তি পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
স্কুলে না গিয়েও সবুজে ঘেরা খোলামেলা পরিবেশে স্কুলের মতোই ক্লাস৷ বহুদিন বাদে দেখা হল বন্ধুদের সঙ্গেও (North 24 Parganas News)৷
#বনগাঁ: দেড় বছরেরও বেশি সময় ধরে স্কুলের মুখ দেখেনি ওরা৷ স্কুল বলতে এখন মোবাইল বা ল্যাপটপে অনলাইন ক্লাস (Online Class)৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হলেও এখনও রাজ্য জুড়ে প্রাথমিক স্তরে ক্লাস চালু হয়নি৷ এই পরিস্থিতিতে স্কুল শুরুর আগে স্কুলের বাইরেই খুদেদের অভিনব ক্লাসের আয়োজন করল বনগাঁ (Bangaon) পুরসভা৷
বনগাঁ পুরসভার পরিচালিত ইংরেজি মাধ্যম স্কুলের পিপি থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের সোমবার নিয়ে আসা হয়েছিল পুরসভারই পরিচালিত একটি পার্কে৷ সেখানেই খেলতে খেলতে ইংরেজি, অঙ্কের মতো বিভিন্ন বিষয়ের ক্লাস করল খুদেরা৷ স্কুলে না গিয়েও সবুজে ঘেরা খোলামেলা পরিবেশে স্কুলের মতোই ক্লাস৷ বহুদিন বাদে দেখা হল বন্ধুদের সঙ্গেও৷ সবমিলিয়ে বেজায় খুশি পড়ুয়া,শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক, প্রত্যেকেই৷
advertisement
advertisement
বিশেষ এই ক্লাস দেখতে হাজির ছিলেন বনগাঁ পুরসভার মুখ্য প্রশাসক গোপাল শেঠ৷ তিনি বলেন, 'প্রায় দু' বছর ধরে শিশুরা বাড়িতে বন্দি৷ স্কুলে ফেরার অভ্যাস তৈরি করতেই আমাদের এই উদ্যোগ৷ আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হচ্ছে৷ পার্কের মধ্যে খেলাচ্ছলেই ওরা পড়াশোনা করেছে৷'
advertisement
অদ্রিকা বক্সী নামে এক খুদে পড়ুয়ার কথায়, 'অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হল৷ একসঙ্গে সবাই অঙ্ক, ইংরেজির ক্লাস করলাম৷ ক্যুইজও হয়েছে৷ খুব ভাল লাগছে৷' সবশেষে পড়ুয়াদের জন্য ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা৷ বাড়তি প্রাপ্তি হিসেবে স্পিড বোটে পার্ক সংলগ্ন ইছামতী নদীতেও পড়ুয়া এবং অভিভাবকদের ঘোরানোর ব্যবস্থা করা হয়৷
advertisement
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন বছরের শুরু থেকেই হয়তো প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরুর অনুমতি দেওয়া হবে৷ দীর্ঘদিন বাদে স্কুলে ফিরে ছাত্রছাত্রীরা যাতে মানিয়ে নিতে পারে, তার জন্য বেশ কিছু পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকারও৷
Anirudha Kirtania
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2021 12:45 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News: মোবাইলে নয়, পার্কে স্কুল! অনলাইন ক্লাস থেকে মুক্তি পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা