Painting: ছবিতে বাঙালিয়ানা! বাঁকুড়ার মেয়ের হাতের জাদুতে বিভোর সোশ্যাল মিডিয়া

Last Updated:

নয় বছরের অধ্যাবসায়! ছবিতে ফুটে উঠছেন বঙ্গের বিশেষ মনীষীরা।

+
আইকনিক

আইকনিক সত্যজিৎ রায়

বাঁকুড়া: ছবির মধ্যে ফুটে উঠছে বাঙালিয়ানা। ছবির মধ্যে ফুটে উঠছে, বাঙালি ভাবধারা। ছাতনার মেয়ের হাতে তৈরি এই ছবি গুলি নজর কাড়ছে সামাজিক মাধ্যমে। সত্যজিৎ রায় থেকে শুরু করে, মা কালী, মা দুর্গা এবং রবীন্দ্রনাথ। রিয়ালিস্টিক পোট্রেট হোক কিংবা জলছবি! নয় বছরের অধ্যাবসায় যথেষ্ট প্রশংসা কাটছে বাঁকুড়ার এই মেয়ের।
রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকী ছবি রয়েছে যেখানে ফুটে উঠেছে বিশ্ব কবিরলেখা বিভিন্ন জনপ্রিয় পংক্তি, এবং সেই পঙক্তির মাধ্যমে ফুটে উঠেছে বিশ্বকবির অবয়ব। এছাড়াও, পেন্সিল স্কেচ এর মাধ্যমে সত্যজিৎ রায়ের \”আইকনিক\” ক্যামেরায় চোখ লাগানো ছবিটি এঁকে নজর কেড়েছেএই মেয়ে।
advertisement
advertisement
রং তুলির সাহায্যে ছবি এঁকে তাক লাগাচ্ছে ছাতনার বাসুলি বালিকা বানীপিঠের নবম শ্রেণীর ছাত্রী সুমেধা ঘোষাল। ছোট থেকেই ছবি আঁকার প্রতি ভালোলাগা ভালোবাসা সুমেধার। সত্যজিৎ রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, শহর কলকাতা, দেব দেবীদের ছবি। দীর্ঘ নয় বছর ধরে ছবি আঁকার চর্চা চালিয়ে যাচ্ছে সে, পরবর্তীতে ছবি আঁকা নিয়েই এগিয়ে যেতে চায় ছাতনার সুমেধা।
advertisement
মানুষ আঁকতে ভালোবাসে। মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসব শিল্পময়ী প্রকাশই ছবি আঁকা। তবে মানুষের আঁকা সবচেয়ে পুরানো ছবি আবিষ্কার হয় স্পেনে। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্পেনের আলতামিরা নামক একটি গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। তবে মানুষের ছবি আঁকার অভ্যাস বহু পুরানো হলেও দিন যত যাচ্ছে মানুষের ততই ছবি আঁকার ইচ্ছে ভালোবাসা বেড়েছে। ছবি আঁকার প্রতি ক্রমশ ঝোঁক বাড়ছে পড়ুয়াদের। বিশেষ করে বাঁকুড়ার পড়ুয়াদের।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Painting: ছবিতে বাঙালিয়ানা! বাঁকুড়ার মেয়ের হাতের জাদুতে বিভোর সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement