Medinipur: উন্নয়ন থেকে বহুদূরে মেদিনীপুরের এই অংশে বাসিন্দাদের ভরসা ভিক্ষাবৃত্তি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
মেদিনীপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া (Medinipur Municipality News) আর পাঁচটা ওয়ার্ডের থেকে অনেকটাই আলাদা ৷
মেদিনীপুর: একদিকে মেদিনীপুর শহর জুড়ে যখন ভোট উৎসবে মেতেছে রাজনৈতিক দলগুলি, তখনও নিস্তব্ধ পুরএলাকার বামুনপাড়া। অভিযোগ, এখানে নেই উন্নয়নের ছিটেফোঁটাও। মেদিনীপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া (Medinipur Municipality News) আর পাঁচটা ওয়ার্ডের থেকে অনেকটাই আলাদা ৷ শারীরিক অসুস্থতার জন্য ভিক্ষাবৃত্তির উপর নির্ভর করেই সংসার চালান অনেকে ৷
অভিযোগ, রেশন কার্ড না থাকায় বিনামূল্যে রেশনটুকুও পান না ৷ বাড়ি থেকে অনেকদূরে জলের কল ৷ তাই অনেক কষ্টে জল আনতে হয় ৷ এরকমই নানা সমস্যায় জর্জরিত এখানকার মানুষজন ৷ প্রাকৃতিক বিপর্যয়কে সঙ্গে নিয়ে এবং অর্ধাহারে দিন কাটে তাঁদের । ভিক্ষে করা ছাড়া কাজের সুযোগ নেই । তাই ওর চাইছেন সরকারি সুযোগ-সুবিধা । মেদিনীপুর শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত তাঁতিগেড়িয়ার এক প্রান্তে রয়েছে এই বামুনপাড়া
advertisement
advertisement
আরও পড়ুন : লস্যি জুড়ে কাজু-আমন্ড আর ছোট এলাচের গুঁড়ো, দশ টাকায় গ্লাস ভরা তৃপ্তি এই প্রাচীন দোকানে
প্রায় ৪৫ থেকে ৫০ টি পরিবারের বাস এখানে । ভোটের সময় নেতা-নেত্রীরা এলেও বছরের বাকি সময় এই কলোনিতে তাঁদের দেখা পাওয়ায় ভার ৷ শর্মা সান্তা নামে এই এলাকার এক বাসিন্দা বলেন, "দীর্ঘদিন ধরে রেশন কার্ড নেই । বহুবার আবেদন করা হলেও সমস্যা মেটেনি ৷ তাই ভিক্ষা করে দিন কাটাতে হয় ৷ আমাদের হাতে-পায়ের তেমন জোর নেই ৷ জলের কল বহুদূরে ৷ সেখান থেকে জল আনতে কষ্ট হয় ৷ আমাদের সমস্যা না মিটলে ভোট দিতে যাব না ৷"
advertisement
( প্রতিবেদন : পার্থ মুখোপাধ্যায়)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2022 11:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medinipur: উন্নয়ন থেকে বহুদূরে মেদিনীপুরের এই অংশে বাসিন্দাদের ভরসা ভিক্ষাবৃত্তি