Medinipur: উন্নয়ন থেকে বহুদূরে মেদিনীপুরের এই অংশে বাসিন্দাদের ভরসা ভিক্ষাবৃত্তি

Last Updated:

মেদিনীপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া (Medinipur Municipality News) আর পাঁচটা ওয়ার্ডের থেকে অনেকটাই আলাদা ৷

মেদিনীপুর: একদিকে মেদিনীপুর শহর জুড়ে যখন ভোট উৎসবে মেতেছে রাজনৈতিক দলগুলি, তখনও নিস্তব্ধ পুরএলাকার বামুনপাড়া। অভিযোগ, এখানে নেই উন্নয়নের ছিটেফোঁটাও। মেদিনীপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া (Medinipur Municipality News)  আর পাঁচটা ওয়ার্ডের থেকে অনেকটাই আলাদা ৷ শারীরিক অসুস্থতার জন্য ভিক্ষাবৃত্তির উপর নির্ভর করেই সংসার চালান অনেকে ৷
অভিযোগ, রেশন কার্ড না থাকায় বিনামূল্যে রেশনটুকুও পান না ৷ বাড়ি থেকে অনেকদূরে জলের কল ৷ তাই অনেক কষ্টে জল আনতে হয় ৷ এরকমই নানা সমস্যায় জর্জরিত এখানকার মানুষজন ৷ প্রাকৃতিক বিপর্যয়কে সঙ্গে নিয়ে এবং অর্ধাহারে দিন কাটে তাঁদের । ভিক্ষে করা ছাড়া কাজের সুযোগ নেই । তাই ওর চাইছেন সরকারি সুযোগ-সুবিধা । মেদিনীপুর শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত তাঁতিগেড়িয়ার এক প্রান্তে রয়েছে এই বামুনপাড়া
advertisement
advertisement
আরও পড়ুন : লস্যি জুড়ে কাজু-আমন্ড আর ছোট এলাচের গুঁড়ো, দশ টাকায় গ্লাস ভরা তৃপ্তি এই প্রাচীন দোকানে
প্রায় ৪৫ থেকে ৫০ টি পরিবারের বাস এখানে । ভোটের সময় নেতা-নেত্রীরা এলেও বছরের বাকি সময় এই কলোনিতে তাঁদের দেখা পাওয়ায় ভার ৷ শর্মা সান্তা নামে এই এলাকার এক বাসিন্দা বলেন, "দীর্ঘদিন ধরে রেশন কার্ড নেই । বহুবার আবেদন করা হলেও সমস্যা মেটেনি ৷ তাই ভিক্ষা করে দিন কাটাতে হয় ৷ আমাদের হাতে-পায়ের তেমন জোর নেই ৷ জলের কল বহুদূরে ৷ সেখান থেকে জল আনতে কষ্ট হয় ৷ আমাদের সমস্যা না মিটলে ভোট দিতে যাব না ৷"
advertisement
( প্রতিবেদন : পার্থ মুখোপাধ্যায়)
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medinipur: উন্নয়ন থেকে বহুদূরে মেদিনীপুরের এই অংশে বাসিন্দাদের ভরসা ভিক্ষাবৃত্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement