Balasore Train Accident: বালাসোরে দুর্ঘটনায় দুমড়মুচড়ে যায় কামরাগুলি! বিক্রি করে আয় সাড়ে ৩ কোটিরও বেশি
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Balasore Train Accident: এই দুর্ঘটনায় প্রায় ২৯০ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্থ হয়েছিল মোট ২১টি কামরা
খড়গপুর: গত ২রা জুন ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা। একসঙ্গে তিনটি ট্রেন দুর্ঘটনার মুখে পড়েছিল। লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। এই দুর্ঘটনায় প্রায় ২৯০ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্থ হয়েছিল মোট ২১টি কামরা। এগুলিকে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন।
এই বিষয়ে ভূবনেশ্বরের একটি আদালতে আবদেন জানায় খড়গপুর ডিভিশন। সিবিআই-র কোনও আপত্তি রয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়। সিবিআই জবাবে, এই মামলায় চার্জশিট জমা দেওয়া হয়ে গিয়েছে। গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়াও প্রায়ও শেষ। ফলে সিবিআই মনে করছে না এটা থেকে আপাতত কিছু পাওয়ার রয়েছে। কারণ, ইতিমধ্যে ফরেন্সিক তথ্য প্রমাণ নেওয়া হয়ে গিয়েছে। তাই যদি দক্ষিণ পূর্ব রেল মনে করে এগুলিকে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করবে, তাহলে আপত্তি নেই।
advertisement
advertisement
এরই প্রেক্ষিতে এগুলিকে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দিল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। তাতে খড়গপুর ডিভিশন মোট আয় করল ৩ কোটি ৮৬ লাখ টাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2023 1:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Balasore Train Accident: বালাসোরে দুর্ঘটনায় দুমড়মুচড়ে যায় কামরাগুলি! বিক্রি করে আয় সাড়ে ৩ কোটিরও বেশি