Suvendu Adhikari: যাদবপুর কাণ্ডে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী! 'কর্তব্যও' মনে করিয়ে দিলেন বিচারপতি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari: বিক্ষোভের ঘটনার দিন শুভেন্দু অধিকারী যে ভাষা প্রয়োগ করেছেন, তা নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে নয়।
কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর। তার বিরুদ্ধে FIR করতে পারবে না যাদবপুর থানা। নির্দেশে জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত। যাদবপুর র্যাগিং কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি করতে যান শুভেন্দু। সেই সময় পুলিশকে কাজে বাধা এবং অন্যান্য অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় যাদবপুর থানা।
বিক্ষোভের ঘটনার দিন শুভেন্দু অধিকারী যে ভাষা প্রয়োগ করেছেন, তা নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে নয়। মন্তব্য আদালতের। যদিও জনপ্রতিনিধিদের এই ধরনের ভাষা প্রয়োগ থেকে বিরত থাকা উচিত বলে মনে করে আদালত। এর ফলে মানুষের মনে ওই পদের প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে। মন্তব্য বিচারপতির।
advertisement
advertisement
যদিও এর প্রেক্ষিতে ফৌজদারি ধারা প্রয়োগ করা যায়না। মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তে’র। প্রসঙ্গত, রাজ্য সরকারের মদতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনাচারের বাড়বাড়ন্ত বলে অভিযোগ করে শুভেন্দু বলেছিলেন, ‘যাদবপুরের ছাত্ররা আমার ওপর হামলা করলে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। উলটে যাদবপুর থানার ওসি আমার বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। এতে স্পষ্ট বোঝা যায় রাজ্য সরকার টুকরে টুকরে গ্যাংয়ের পাশেই রয়েছে। এদের নির্মূল করতে গেলে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে হবে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2023 1:07 PM IST