West Bengal Weather Update: পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, কবে কবে বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- local18
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় এবং মঙ্গলবার, দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
রবিবার পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব থাকবে। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় এবং মঙ্গলবার, দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর এলাকায় এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে। শক্তিশালী হয়ে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। উত্তর পশ্চিম দিকে এগিয়ে এই ঘুর্ণাবর্ত শুক্রবার আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। উত্তর বঙ্গোপসাগরে এটি আরও শক্তিশালী হয় কিনা সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপ অন্ধ-ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা। এর গতিপথ কোন দিকে হয়, সেদিকে নজর আবহাওয়াবিদদের। এই নিম্নচাপের প্রভাবে দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।
advertisement
এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং পূর্ব বাংলাদেশে। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন কেরালা উপকূলের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরব সাগরে এই সিস্টেম আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । ২১ অক্টোবর মঙ্গলবার নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরব সাগর পেরিয়ে ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা।
advertisement
উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে। আগামী ২৪ ঘণ্টার পর থেকে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে। আগামিকাল, শুক্রবার ষষ্ঠী থেকে পুজোর ক’টা দিন পরিষ্কার আকাশ, শুকনো ও মনোরম আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। উত্তর-পশ্চিম হওয়ার প্রভাব। পশ্চিমের জেলায় বেশি অনুভূত হবে শীতের আমেজ। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রাও কিছুটা কমতে পারে দিনের এবং রাতের। হালকা শীতের সামান্য অনুভূতি জেলাগুলিতে।
advertisement
পুজোয় দক্ষিণবঙ্গে অষ্টমীর দিন রবিবার পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মেঘলা আকাশ ৷ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ২৩ অক্টোবর সোমবার বেলার দিকে বা রাতের দিকে নবমীর দিন।
advertisement
advertisement
কলকাতায় আজ, বৃহস্পতিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। জলীয় বাষ্পের পরিমাণ কমছে; আর্দ্রতাজনিত অস্বস্তিও ধীরে ধীরে কমবে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে। সোমবার থেকে হাওয়া বদল; মেঘলা আকাশ থাকবে। সোমবার বিকেল বা রাতে এবং মঙ্গলবার দশমীর দিন বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
advertisement
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।