বর্ষার আগে আতঙ্কিত গ্রামবাসীরা, নিজেরাই চাঁদা তুলে শুরু করল রাস্তা তৈরি কাজ
- Published by:Pooja Basu
- Reported by:DEBABRATA MONDAL
Last Updated:
প্রশাসনকে বলেও রাস্তা সংস্কার হয়নি বাধ্য হয়েই চাঁদাতুলে গ্রামের ভগ্নপ্রায় রাস্তা মেরামত করল গ্রামবাসীরা চাঁদা দিলেন পঞ্চায়েত সদস্যও, গ্রামবাসীদের কারো হাতে কোদাল কারো হাতে ঝুড়ি, যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তা সংস্কার
বাঁকুড়া: বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মোড় থেকে গোপালপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার চরম দুর্দশা পরিস্থিতি। ভগ্নপ্রায় এই রাস্তা দিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। জনজীবন অতিষ্ট হয়ে পড়েছিল এই রাস্তা দিয়ে। বর্ষার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেও দ্বিধাবোধ করত। এর আগে একাধিকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে এই রাস্তায়।
স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দফতরে রাস্তা মেরামতের জন্য দ্বারস্থ হয়েছে তারপরেও হয়নি সুরাহা। সামনেই আবার বর্ষা কাল আসছে তাই আতঙ্কিত হয়ে গোপালপুর গ্রামের গ্রামবাসীরা চাঁদা তুলে মোরাম দিয়ে রাস্তা সারাইয়ের কাজে লেগেছে। শনিবার সকল গ্রামবাসী একজোট হয়ে এই রাস্তা মেরামত তৈরি করতে শুরু করেছে। কারও হাতে ঝুড়ি কারও হাতে কোদাল এভাবেই সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তার সংস্কার করার কাজ। তাদের দাবি প্রশাসন দেখেনি তাই তারা এই কাজ করতে বাধ্য হয়েছে।
advertisement
আরও পড়ুনBank Fraud: সরকারি চাকুরের ব্যাঙ্ক থেকে উধাও লক্ষ লক্ষ টাকা! ১১ বার হয়েছে লেনদেন, একবারও টের পাননি
advertisement
স্থানীয় বুথ সদস্য তথা মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সঞ্জয় মন্ডল জানান এই রাস্তা তৈরি করার জন্য তিনি নিজেও টাকা দিয়েছেন, গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই ধীরে ধীরে বিভিন্ন জায়গার কাজ শুরু করেছে এই গ্রামেও আগে কাজ হয়েছে তবে এই রাস্তাটির পথশ্রী প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে কেন এখনো হয়নি তার উত্তর তার কাছে নেই। তবে তিনি দাবি করেন বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন এবং পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে হলেও এই রাস্তার সমস্যার সমাধান হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2025 8:39 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষার আগে আতঙ্কিত গ্রামবাসীরা, নিজেরাই চাঁদা তুলে শুরু করল রাস্তা তৈরি কাজ