Bank Fraud: সরকারি চাকুরের ব্যাঙ্ক থেকে উধাও লক্ষ লক্ষ টাকা! ১১ বার হয়েছে লেনদেন, একবারও টের পাননি

Last Updated:

১১ দফায় খোয়া গেল টাকা, কিছুই টের পেলেন না সুধাংশু দাস৷ ভয়ঙ্কর অভিজ্ঞতা হল তাঁর৷ কীভাবে ঘটল এই ঘটনা বুঝেই উঠতে পারছেন না৷

News18
News18
বাঁকুড়া: বাঁকুড়া জেলার ইন্দাস থানার দিবাকরবাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস। তিনি ইন্দাস রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক অর্থাৎ একজন সরকারি কর্মী। ইন্দাস থানা এলাকাতেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর একাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে ১৫ ই মে থেকে ২০ মে পর্যন্ত মোট ১১ টি ধাপে ৩ লক্ষ ৮৮ হাজার ৩৫০ টাকা কে বা কারা তুলে নেয়।
গত ২৩শে মে অর্থাৎ শুক্রবার সুধাংশু বাবু তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গেলে তিনি দেখেন তার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। ব্যাঙ্কের পাস বই আপডেট করে দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক অনলাইনের মাধ্যমে তাঁর টাকা ট্রান্সফার হয়েছে। অথচ সুধাংশু বাবু কিছুই জানেন না।
advertisement
advertisement
তড়িঘড়ি হন্যে হয়ে ছুটে যায় ব্যাঙ্ক সেখান থেকে ব্যাঙ্কের ম্যানেজার থানায় লিখিত অভিযোগ জানানোর কথা বলেন। শনিবার ইন্দাস থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে। পাশাপাশি অনলাইনে সাইবার ক্রাইমেও বিষয়টি জানানো হয়। টাকা হারিয়ে অসহায় পরিস্থিতি সুধাংশু বাবুর।
তাঁর দাবি প্রশাসন যাতে অতি তৎপরতার সঙ্গে তার টাকা ফিরিয়ে আনতে পারে। এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যাতে ফ্রডেরা এই ধরনের কাজ করতেও ভয় পায়। সবশেষে বলাই চলে অনলাইন প্রতারণার চক্র যেন দিনের পর দিন বেড়েই চলেছে। যার ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bank Fraud: সরকারি চাকুরের ব্যাঙ্ক থেকে উধাও লক্ষ লক্ষ টাকা! ১১ বার হয়েছে লেনদেন, একবারও টের পাননি
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement