Bank Fraud: সরকারি চাকুরের ব্যাঙ্ক থেকে উধাও লক্ষ লক্ষ টাকা! ১১ বার হয়েছে লেনদেন, একবারও টের পাননি
- Published by:Pooja Basu
- Reported by:DEBABRATA MONDAL
Last Updated:
১১ দফায় খোয়া গেল টাকা, কিছুই টের পেলেন না সুধাংশু দাস৷ ভয়ঙ্কর অভিজ্ঞতা হল তাঁর৷ কীভাবে ঘটল এই ঘটনা বুঝেই উঠতে পারছেন না৷
বাঁকুড়া: বাঁকুড়া জেলার ইন্দাস থানার দিবাকরবাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস। তিনি ইন্দাস রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক অর্থাৎ একজন সরকারি কর্মী। ইন্দাস থানা এলাকাতেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর একাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে ১৫ ই মে থেকে ২০ মে পর্যন্ত মোট ১১ টি ধাপে ৩ লক্ষ ৮৮ হাজার ৩৫০ টাকা কে বা কারা তুলে নেয়।
গত ২৩শে মে অর্থাৎ শুক্রবার সুধাংশু বাবু তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গেলে তিনি দেখেন তার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। ব্যাঙ্কের পাস বই আপডেট করে দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক অনলাইনের মাধ্যমে তাঁর টাকা ট্রান্সফার হয়েছে। অথচ সুধাংশু বাবু কিছুই জানেন না।
advertisement
advertisement
তড়িঘড়ি হন্যে হয়ে ছুটে যায় ব্যাঙ্ক সেখান থেকে ব্যাঙ্কের ম্যানেজার থানায় লিখিত অভিযোগ জানানোর কথা বলেন। শনিবার ইন্দাস থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে। পাশাপাশি অনলাইনে সাইবার ক্রাইমেও বিষয়টি জানানো হয়। টাকা হারিয়ে অসহায় পরিস্থিতি সুধাংশু বাবুর।
তাঁর দাবি প্রশাসন যাতে অতি তৎপরতার সঙ্গে তার টাকা ফিরিয়ে আনতে পারে। এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যাতে ফ্রডেরা এই ধরনের কাজ করতেও ভয় পায়। সবশেষে বলাই চলে অনলাইন প্রতারণার চক্র যেন দিনের পর দিন বেড়েই চলেছে। যার ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2025 8:32 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bank Fraud: সরকারি চাকুরের ব্যাঙ্ক থেকে উধাও লক্ষ লক্ষ টাকা! ১১ বার হয়েছে লেনদেন, একবারও টের পাননি