Aishwarya Rai Bachchan Sindoor Look: সিঁথির এপার-ওপার চওড়া সিঁদুর! স্বামীর মনে অন্য নারী থাকতেই পারে না, নিন্দুকদের সপাটে চড় বচ্চন বৌমার! বহাবা অন্য সেলিব্রিটিদের

Last Updated:
Aishwarya Rai Bachchan at Cannes: তিনি রেড কার্পেটে পা রাখতেই পড়ল হইচই৷ কারণ তাঁর সিঁথির সিঁদুর! তিনি বিবাহিত৷ ফলে তিনি সিঁদুর তো পরবেনই৷ কিন্তু এভাবে কখনও প্রকাশ্যে সিঁদুর পরতে দেখা যায়নি তাঁকে৷
1/6
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে শেষ ল্যাপে হাজির অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন৷ তিনি রেড কার্পেটে পা রাখতেই পড়ল হইচই৷ কারণ তাঁর সিঁথির সিঁদুর! তিনি বিবাহিত৷ ফলে তিনি সিঁদুর তো পরবেনই৷ কিন্তু এভাবে কখনও প্রকাশ্যে সিঁদুর পরতে দেখা যায়নি তাঁকে৷
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে শেষ ল্যাপে হাজির অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন৷ তিনি রেড কার্পেটে পা রাখতেই পড়ল হইচই৷ কারণ তাঁর সিঁথির সিঁদুর! তিনি বিবাহিত৷ ফলে তিনি সিঁদুর তো পরবেনই৷ কিন্তু এভাবে কখনও প্রকাশ্যে সিঁদুর পরতে দেখা যায়নি তাঁকে৷
advertisement
2/6
দীর্ঘদিন লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কানে উপস্থিত হতেন ঐশ্বর্য৷ এবারও তাকে ঠিক একই রকম রজকীয় দেখাচ্ছিল৷ কিন্তু এই সিঁদুর দেখে অনেকে অনেক প্রশ্ন করছেন৷ তাঁর এবং অভিষেকের সম্পর্কের ভাঙন নিয়ে প্রচুর গুঞ্জন চলছিল৷ কোথাও কী সেই নিন্দুকদের গালে জোর থাপ্পড় মারলেন বচ্চন বাড়ির বৌমা?
দীর্ঘদিন লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কানে উপস্থিত হতেন ঐশ্বর্য৷ এবারও তাকে ঠিক একই রকম রজকীয় দেখাচ্ছিল৷ কিন্তু এই সিঁদুর দেখে অনেকে অনেক প্রশ্ন করছেন৷ তাঁর এবং অভিষেকের সম্পর্কের ভাঙন নিয়ে প্রচুর গুঞ্জন চলছিল৷ কোথাও কী সেই নিন্দুকদের গালে জোর থাপ্পড় মারলেন বচ্চন বাড়ির বৌমা?
advertisement
3/6
তিনি বুঝিয়ে দিলেন যে তাঁর মতো সুন্দরীকে ছেড়ে তাঁর স্বামীর অন্য কোনও মহিলার প্রতি মন দেওয়া সম্ভবই নয়৷ কারণ ২০ বছরের বেশি তিনি কান উৎসবে আসছেন এবং বারবার তিনি তাঁর সৌন্দর্যের ডালি সাজিয়ে ধরছেন ক্যামেরার সামনে!
তিনি বুঝিয়ে দিলেন যে তাঁর মতো সুন্দরীকে ছেড়ে তাঁর স্বামীর অন্য কোনও মহিলার প্রতি মন দেওয়া সম্ভবই নয়৷ কারণ ২০ বছরের বেশি তিনি কান উৎসবে আসছেন এবং বারবার তিনি তাঁর সৌন্দর্যের ডালি সাজিয়ে ধরছেন ক্যামেরার সামনে!
advertisement
4/6
অভিনেত্রী গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন, তার নাম ধরে ডাকতে শুরু করেন এবং উত্তেজনায় ছবি তুলতে শুরু করেন। অভিনেত্রী তাদের উষ্ণ হাসি এবং হাত নাড়িয়ে অভ্যর্থনাও জানান।
অভিনেত্রী গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন, তার নাম ধরে ডাকতে শুরু করেন এবং উত্তেজনায় ছবি তুলতে শুরু করেন। অভিনেত্রী তাদের উষ্ণ হাসি এবং হাত নাড়িয়ে অভ্যর্থনাও জানান।
advertisement
5/6
একই সঙ্গে দেশের অপরেশন সিঁদুরকে সম্মান জানাতেও এভাবে সিঁথিতে সিঁদুর পরেছেন ঐশ্বর্য৷ এমনও বলছেন অনেক বিশেষজ্ঞ৷
একই সঙ্গে দেশের অপরেশন সিঁদুরকে সম্মান জানাতেও এভাবে সিঁথিতে সিঁদুর পরেছেন ঐশ্বর্য৷ এমনও বলছেন অনেক বিশেষজ্ঞ৷
advertisement
6/6
ঐশ্বর্যের এই লুক দেখে তাঁর ফ্যানরা যেমন মুগ্ধ, তেমনই তাঁকে প্রসংশায় ভরিয়ে দিয়েছেন বলিউড সেলিব্রিটিরা৷ অনুষ্কা শর্মা থেকে বানি কাপুর, ভূমি পেডনেকর, রিচা চড্ডা সকলেই প্রাক্তন বিশ্ব সুন্দরীর এই সাজকে বাহবা জানিয়েছেন৷
ঐশ্বর্যের এই লুক দেখে তাঁর ফ্যানরা যেমন মুগ্ধ, তেমনই তাঁকে প্রসংশায় ভরিয়ে দিয়েছেন বলিউড সেলিব্রিটিরা৷ অনুষ্কা শর্মা থেকে বানি কাপুর, ভূমি পেডনেকর, রিচা চড্ডা সকলেই প্রাক্তন বিশ্ব সুন্দরীর এই সাজকে বাহবা জানিয়েছেন৷
advertisement
advertisement
advertisement