কুনুর নদীর জলে বানভাসি আউশগ্রাম 

Last Updated:

কুনুর নদীর জল উপচে বিপত্তি, জলমগ্ন আউশগ্রাম

#আউশগ্রাম: এলাকায় বৃষ্টি নেই, অথচ জল থই থই আউশগ্রাম। কুনুর নদীর জল উপচে বিপত্তি, জলমগ্ন কৃষি জমি। রাস্তার ওপর দিয়ে নদী বইছে। সেই জল স্রোতের ওপর দিয়ে কোনও রকমে চলছে ঝুঁকির যান চলাচল।  এক দিকে দুর্গাপুর-সহ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ব‍্যাপক বৃষ্টিপাত অন্যদিকে ডিভিসির জল ছাড়ায় পূর্ব বর্ধমানের  আউশগ্রামে কুনুর নদীর জল হঠাৎ বেড়ে গিয়ে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।
শুক্রবার রাত থেকেই কুনুর নদীতে জল বাড়তে শুরু করে। শনিবার সকালে আউশগ্রামের বাঘরাই, বাবুরবাঁধ-সহ একাধিক গ্রাম প্লাবিত। রাস্তার উপর দিয়ে বইতে শুরু করেছে জলের স্রোত, ফলে  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আউশগ্রাম ভেদিয়া সড়কপথ।  আউশগ্রাম মোড়বাঁধ রোড ও  আউশগ্রাম কালীদহ রোড জলের তলায়। জলের ওপর দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন রুটের বাস।সেতু জলের তলায় থাকায় যাত্রী নামিয়ে বাস পারাপার করতে হচ্ছে।
advertisement
হঠাৎ প্লাবনে প্রচুর ধানজমি জলের তলায় চলে গিয়েছে, ফলে  এলাকার ধান চাষে যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কায় চাষিরা। প্রশাসনের তরফে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। আউশগ্রাম ১-এর বিডিও চিত্তজিৎ বসু বলেন, পশ্চিম বর্ধমানের বৃষ্টিপাত ও ডিভিসি জল ছাড়ায় কুনুর নদীতে জল বেড়েছে। শুক্রবার রাত থেকেই আমরা নজর রাখছি।  প্রশাসনিকভাবে সমস্ত রকম সর্তকতামূলক ব‍্যবস্থা নেওয়া হয়েছে। নদীর জলস্তরের ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। জল বের করার ব্যবস্থা করা হচ্ছে। তবে এখন জল কমতে শুরু করেছে।
advertisement
advertisement
বৃহস্পতিবার দুপুর থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার পর্যন্ত নাগাড়ে বৃষ্টি চলে। ধারণ ক্ষমতার বেশি জল জমে যাওয়ায় জল ছাড়ে ডিভিসি। ফলে তার প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলার কুনুর নদী সংলগ্ন এলাকায়। কুনুর নদীর জলের স্তর বেড়ে গেলেই আউশগ্রাম এলাকার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যায়। এমনিতেই কুনুর অপরিসর নদী। নাব্যতাও কম। তাই জল ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন জনবসতি এলাকা ও রাস্তাঘাট প্লাবিত হয়ে গিয়েছে। প্লাবিত কয়েকশো বিঘা ধানজমিও।
advertisement
SARADINDU GHOSH
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কুনুর নদীর জলে বানভাসি আউশগ্রাম 
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement