কুনুর নদীর জলে বানভাসি আউশগ্রাম 

Last Updated:

কুনুর নদীর জল উপচে বিপত্তি, জলমগ্ন আউশগ্রাম

#আউশগ্রাম: এলাকায় বৃষ্টি নেই, অথচ জল থই থই আউশগ্রাম। কুনুর নদীর জল উপচে বিপত্তি, জলমগ্ন কৃষি জমি। রাস্তার ওপর দিয়ে নদী বইছে। সেই জল স্রোতের ওপর দিয়ে কোনও রকমে চলছে ঝুঁকির যান চলাচল।  এক দিকে দুর্গাপুর-সহ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ব‍্যাপক বৃষ্টিপাত অন্যদিকে ডিভিসির জল ছাড়ায় পূর্ব বর্ধমানের  আউশগ্রামে কুনুর নদীর জল হঠাৎ বেড়ে গিয়ে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।
শুক্রবার রাত থেকেই কুনুর নদীতে জল বাড়তে শুরু করে। শনিবার সকালে আউশগ্রামের বাঘরাই, বাবুরবাঁধ-সহ একাধিক গ্রাম প্লাবিত। রাস্তার উপর দিয়ে বইতে শুরু করেছে জলের স্রোত, ফলে  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আউশগ্রাম ভেদিয়া সড়কপথ।  আউশগ্রাম মোড়বাঁধ রোড ও  আউশগ্রাম কালীদহ রোড জলের তলায়। জলের ওপর দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন রুটের বাস।সেতু জলের তলায় থাকায় যাত্রী নামিয়ে বাস পারাপার করতে হচ্ছে।
advertisement
হঠাৎ প্লাবনে প্রচুর ধানজমি জলের তলায় চলে গিয়েছে, ফলে  এলাকার ধান চাষে যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কায় চাষিরা। প্রশাসনের তরফে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে। আউশগ্রাম ১-এর বিডিও চিত্তজিৎ বসু বলেন, পশ্চিম বর্ধমানের বৃষ্টিপাত ও ডিভিসি জল ছাড়ায় কুনুর নদীতে জল বেড়েছে। শুক্রবার রাত থেকেই আমরা নজর রাখছি।  প্রশাসনিকভাবে সমস্ত রকম সর্তকতামূলক ব‍্যবস্থা নেওয়া হয়েছে। নদীর জলস্তরের ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। জল বের করার ব্যবস্থা করা হচ্ছে। তবে এখন জল কমতে শুরু করেছে।
advertisement
advertisement
বৃহস্পতিবার দুপুর থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার পর্যন্ত নাগাড়ে বৃষ্টি চলে। ধারণ ক্ষমতার বেশি জল জমে যাওয়ায় জল ছাড়ে ডিভিসি। ফলে তার প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলার কুনুর নদী সংলগ্ন এলাকায়। কুনুর নদীর জলের স্তর বেড়ে গেলেই আউশগ্রাম এলাকার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যায়। এমনিতেই কুনুর অপরিসর নদী। নাব্যতাও কম। তাই জল ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন জনবসতি এলাকা ও রাস্তাঘাট প্লাবিত হয়ে গিয়েছে। প্লাবিত কয়েকশো বিঘা ধানজমিও।
advertisement
SARADINDU GHOSH
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কুনুর নদীর জলে বানভাসি আউশগ্রাম 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement