Ramayana Story: রামায়ণের দোঁহা'তে ফুটে উঠল রাম দরবার! বাংলার শিল্পীর কীর্তি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
আসানসোলের ৫৪ নম্বর ওয়ার্ড এলাকার ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এলাকায় বাড়ি শ্বেতা প্রসাদের। ছবি আঁকতে তিনি ওস্তাদ
পশ্চিম বর্ধমান: আসানসোলের যুবতীর কাণ্ড দেখে হাততালি দিচ্ছেন সকলে। তাঁর ছবি সবাই দেখছেন মন্ত্রমুগ্ধের মত। আসলে ছবিটাই তৈরি হয়েছে মন্ত্র দিয়ে। সুন্দর কাণ্ডের দোঁহা ব্যবহার করে ২১ বছরের যুবতী ফুটিয়ে তুলেছেন রাম দরবারের ছবি। যেখানে রামচন্দ্র, সীতা এবং সঙ্কটমোচন হনুমানের ছবি রয়েছে একই ফ্রেমে। এই ছবিটি তৈরি করতে সময় লেগেছে এক মাসেরও বেশি।
আসানসোলের ৫৪ নম্বর ওয়ার্ড এলাকার ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এলাকায় বাড়ি শ্বেতা প্রসাদের। ছবি আঁকতে তিনি ওস্তাদ। তবে একটু অন্য ঘরানার ছবিতেই তিনি বিশ্বাসী। সে কারণেই তিনি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এই ছবিটি তৈরির পরিকল্পনা করেছিলেন। রাম দরবারের ছবি আঁকতে চেয়েছিলেন রাম পুজোর মন্ত্র দিয়ে। সেজন্য বেছে নেন সুন্দর কাণ্ডের ৬০ টি দোঁহা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শেষ পর্যন্ত নিজের এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে তিনি সফল হয়েছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শিল্পী শ্বেতা প্রসাদ জানান, রামমন্দির উদ্বোধনের আগেই এই ছবিটি সম্পূর্ণ করার ইচ্ছে ছিল। কিন্তু এই ছবিটি তৈরি করতে অতি সূক্ষ্মভাবে কাজ করতে হয়েছে। দোঁহাগুলিকে অতি সূক্ষ্মভাবে লিখতে হয়েছে। সে কারণে সময় লেগেছে বেশি। তাই একমাস সময় লেগেছে। এই ছবি এখন সকলের নজর কাড়ছে। উল্লেখ্য, এর আগেও শ্বেতা প্রসাদ বেশ কিছু ছবি এঁকেছেন। যেগুলি সহজেই মানুষের নজর কাড়তে সক্ষম। হনুমান চালিশার মন্ত্র দিয়ে তিনি সঙ্কট মোচনের ছবি এঁকেছেন। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক কর্মকাণ্ডকে শামিল করে ফুটিয়ে তুলেছেন প্রধানমন্ত্রীর মুখাবয়ব।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2024 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ramayana Story: রামায়ণের দোঁহা'তে ফুটে উঠল রাম দরবার! বাংলার শিল্পীর কীর্তি