Ayodhya Pahar In Purulia: ঝটপট ব্যাগপ্যাক করে নিন, ২ দিনের ছুটিতে হবে জোর মস্তি, কুয়াশা ঢাকা দক্ষিণের দার্জিলিংয়ে

Last Updated:

Ayodhya Pahar In Purulia: অযোধ্যা পাহাড় যেন মিনি দার্জিলিং , চেটেপুটে উপভোগ করছেন পর্যটকেরা! দু-দিনের প্ল্যান , অল্প টাকায় ঘুরে দেখুন দক্ষিণবঙ্গের দার্জিলিং!

+
অযোধ্যা

অযোধ্যা পাহাড় যেন দার্জিলিং

পুরুলিয়া : দীর্ঘ অপেক্ষার পর শীতের আমেজে গা ভাসিয়েছে দক্ষিণবঙ্গ। শীত মানেই বেড়ানোর প্ল্যান। আর কাছে পিঠে ঘুরতে যাওয়ার অন্যতম ঠিকানা বনমহলের পুরুলিয়া জেলা। ‌প্রতিবছর শীতে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং-র সঙ্গে পাল্লা দেয় পুরুলিয়া। আর এই শীতের মাঝে পশ্চিমf ঝঞ্ঝার কোপে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যেন হয়ে উঠেছে এক টুকরো মিনি দার্জিলিং। ঘন কুয়াশার চাদরে মোড়া অযোধ্যা পাহাড়ের বিভিন্ন অংশ। এছাড়াও কুয়াশার চাদরে ঢেকেছে জেলার বহু জায়গা।
শিশির পড়ছে দুপুরেও। পুরুলিয়াতে বসে যেন অনুভূতি হচ্ছে দার্জিলিং – কালিম্পং-এর। তাপমাত্রার পারদ ক্রমাগত নিম্নমুখী হচ্ছে। শীত যেন রীতিমত জাঁকিয়ে বসেছে।একেবারে জবুথবু হয়ে গিয়েছে জেলাবাসী। বেলা পর্যন্ত আগুন পোহাতে দেখা যাচ্ছে অনেককে।
advertisement
advertisement
এই আবহাওয়ার আমেজ চেটেপুটে উপভোগ ককরছেন পর্যটকরা। কুয়াশার মধ্যেই অযোধ্যা পাহাড়ের বিভিন্ন সাইট সিয়িং-ও হচ্ছে। সন্ধ্যা নামতেই কটেজ, রিসর্টগুলিতে শুরু হয়ে যাচ্ছে ক্যাম্প ফায়ার।
অযোধ্যা পাহাড়ে যেন একেবারে উত্তরবঙ্গের আমেজ।
এ বিষয়ে পাহাড়বাসীরা বলেন , জাঁকিয়ে ঠান্ডা পড়েছে ঝালদা ও অযোধ্যা পাহাড়ের বিভিন্ন জায়গায়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হয়ে উঠেছে মিনি দার্জিলিং। অযোধ্যাতে বসেই দার্জিলিং -এর আমেজ উপভোগ করা যাচ্ছে। পর্যটকেরাও ভিড় জমাচ্ছেন এই শীত উপভোগ করতে। ইয়াং জেনারেশন শীতের আনন্দ উপভোগ করলেও বয়স্কদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
advertisement
কমবেশি সারা বছরই পুরুলিয়ায় বেড়াতে আসেন পর্যটকেরা। ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার রূপেরও পরিবর্তন হয়। প্রতিবছর তীব্রমাত্রায় শীত পরে পুরুলিয়ায়। এ-বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আর তাই দক্ষিণের অযোধ্যা পাহাড়ে বসেই উত্তরবঙ্গের আমেজ উপভোগ করা যাচ্ছে। ‌
Sharmistha Banerjee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayodhya Pahar In Purulia: ঝটপট ব্যাগপ্যাক করে নিন, ২ দিনের ছুটিতে হবে জোর মস্তি, কুয়াশা ঢাকা দক্ষিণের দার্জিলিংয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement