Picnic Spot near Kolkata: ‘সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো!’ গানের লাইন খুঁজে পাবেন একটু অন্যরকম পিকনিক স্পটে

Last Updated:
Picnic Spot near Kolkata: বছর শেষের ছুটির আদর্শ ঠিকানা হোক ফলতা, ঘুরে আসুন আপনিও
1/6
বছরশেষের ছুটির দিনগুলিতে গন্তব্য হোক ফলতা পিকনিক স্পট। এখানে রয়েছে হুগলি নদীর বিস্তীর্ণ খোলা চর। যেখানে আপনি সময় কাটাতে পারবেন দীর্ঘক্ষণ।
বছরশেষের ছুটির দিনগুলিতে গন্তব্য হোক ফলতা পিকনিক স্পট। এখানে রয়েছে হুগলি নদীর বিস্তীর্ণ খোলা চর। যেখানে আপনি সময় কাটাতে পারবেন দীর্ঘক্ষণ।
advertisement
2/6
ট্রেনে করে গেলে ডায়মন্ড হারবারে স্টেশনে নেমে একঘন্টার রাস্তায় যাবেন আপনি। অন্যদিকে গাড়ি নিয়েও যেতে পারেন। কলকাতা থেকে মাত্র ৫০ কিমি দূরে অবস্থিত ফলতা।
ট্রেনে করে গেলে ডায়মন্ড হারবারে স্টেশনে নেমে একঘন্টার রাস্তায় যাবেন আপনি। অন্যদিকে গাড়ি নিয়েও যেতে পারেন। কলকাতা থেকে মাত্র ৫০ কিমি দূরে অবস্থিত ফলতা।
advertisement
3/6
ব্রিটিশ সাম্রাজ্য, নবাবি ইতিহাস, ওলন্দাজ কলোনির মতো বর্ণময় অতীত ছাড়াও ফলতার গঙ্গাতীরে রয়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। যা আপনাকে কাছে টানতে বাধ্য।
ব্রিটিশ সাম্রাজ্য, নবাবি ইতিহাস, ওলন্দাজ কলোনির মতো বর্ণময় অতীত ছাড়াও ফলতার গঙ্গাতীরে রয়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। যা আপনাকে কাছে টানতে বাধ্য।
advertisement
4/6
ফলতায় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে ভিড় করেন অনেকেই। লং ড্রাইভে পরিবারকে নিয়ে ছোট্ট উইকেন্ড ট্যুরে করতে ফলতায় আসতেই পারেন আপনি।
ফলতায় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে ভিড় করেন অনেকেই। লং ড্রাইভে পরিবারকে নিয়ে ছোট্ট উইকেন্ড ট্যুরে করতে ফলতায় আসতেই পারেন আপনি।
advertisement
5/6
গঙ্গাতীরের সৌন্দর্য তো বটেই, ঘুরে আসতে পারেন পুরনো বন্দর, ডাচ কলোনি, প্রখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বোসের বাড়ি, রায়চক ফোর্ট ছাড়াও আরও অন্যান্য জায়গায়।
গঙ্গাতীরের সৌন্দর্য তো বটেই, ঘুরে আসতে পারেন পুরনো বন্দর, ডাচ কলোনি, প্রখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বোসের বাড়ি, রায়চক ফোর্ট ছাড়াও আরও অন্যান্য জায়গায়।
advertisement
6/6
তাহলে আর অপেক্ষা কিসের এবার বছরশেষের ছুটির দিনগুলিতে গন্তব্য হোক ফলতা পিকনিক স্পট। এখানে সারাদিন পরিবার নিয়ে পিকনিকেও মেতে থাকতে পারেন আপনি।
তাহলে আর অপেক্ষা কিসের এবার বছরশেষের ছুটির দিনগুলিতে গন্তব্য হোক ফলতা পিকনিক স্পট। এখানে সারাদিন পরিবার নিয়ে পিকনিকেও মেতে থাকতে পারেন আপনি।
advertisement
advertisement
advertisement