Fire at IOC Plant in Haldia: হলদিয়ায় আইওসি কারখানায় বিধ্বংসী আগুনে মৃত ৩, আহত অন্তত ৪২! গুরুতর জখমদের আনা হচ্ছে কলকাতায়

Last Updated:

আহত অবস্থায় আরও বেশ কয়েকজনকে হলদিয়ায় আইওসি এবং পোর্ট ট্রাস্টের হাসপাতালে ভর্তি করা হয়েছে (Fire at IOC Plant in Haldia)৷

হলদিয়ার আইওসি প্ল্যান্টে বড়সড় দুর্ঘটনা৷
হলদিয়ার আইওসি প্ল্যান্টে বড়সড় দুর্ঘটনা৷
#হলদিয়া: হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (Haldia Fire) কারখানায় বিধ্বংসী আগুন৷ এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ আহত অন্তত ৪২৷  বেশ কয়েকজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে৷ আহত অবস্থায় আরও বেশ কয়েকজনকে হলদিয়ায় (Haldia) আইওসি এবং পোর্ট ট্রাস্টের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
সূত্রের খবর, এ দিন শাটডাউনের কাজ চলার সময়  বড়সড় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইওসি রিফাইনারির ডিএইচডিএস ব্লকে মোটর স্পিরিট অর্থাৎ পেট্রল তৈরির ইউনিটে একটি কলামে ওয়েল্ডিং করার সময় আগুন ছড়িয়ে পড়ে। দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৪২ জনের বেশি শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে ও উপর থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে ৭-৮ জনের অনস্থা অশঙ্কাজনক।
advertisement
advertisement
জানা গিয়েছে, আহত শ্রমিকদের অধিকাংশই ভিন রাজ্যের বাসিন্দা৷ আগুন লাগার পর তাড়াহুড়ো করে নামতে গিয়েই অনেক উঁচু থেকে পড়ে গিয়ে আহত হন অধিকাংশ শ্রমিক৷ গুরুতর আহত অনেককেই চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসতে হচ্ছে৷ কিন্তু তার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুল্যান্সের অভাব দেখা দিয়েছে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire at IOC Plant in Haldia: হলদিয়ায় আইওসি কারখানায় বিধ্বংসী আগুনে মৃত ৩, আহত অন্তত ৪২! গুরুতর জখমদের আনা হচ্ছে কলকাতায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement