লক্ষ্মীপুজোর ভাসান ঘিরে গোলমাল! হাতাহাতিতে ফাটল মাথা, আমতায় রাস্তা আটকে বিক্ষোভ, তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি

Last Updated:

Amta Group Clash: আমতায় লক্ষ্মীপুজার ভাসান ঘিরে দুই ক্লাবের মধ্যে গোলমাল। হাতাহাতি। আহত দুই ক্লাব মিলিয়ে মোট ১২ জন সদস্য। ঘটনার প্রতিবাদে খালনা বাগনান রোড ঘিরে বিক্ষোভ। পরে পুলিশ এসে অবরোধ তোলে।

খালনা বাগনান রোড অবরোধ করে বিক্ষোভ
খালনা বাগনান রোড অবরোধ করে বিক্ষোভ
আমতা, হাওড়া সন্তু মল্লিক: আমতার খালনায় লক্ষ্মীপুজার ভাসানকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে গোলমাল। হাতাহাতির জেরে দুই ক্লাব মিলিয়ে মোট ১২ জন আহত। ঘটনার প্রতিবাদে খালনা বাগনান রোড ঘিরে বিক্ষোভ। প্রায় দু’ঘণ্টা অবরুদ্ধ রাস্তা। পরে পুলিশ এসে অবরোধ তোলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার হাওড়া আমতার জয়পুর খালনা এলাকায় লক্ষ্মীপুজোর বিসর্জন ছিল। পূর্ব ও খালনা সার্বজনীন লক্ষ্মীপুজো কমিটির অভিযোগ, এদিন সন্ধ্যায় যখন তাদের লক্ষ্মীপুজোর শোভাযাত্রা বের হয় সেই সময় দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের কয়েকজন ছেলে আচমকা শোভাযাত্রায় মেয়েদের মধ্যে ঢুকে পড়ে নাচতে শুরু করেন। তাদের বাধা দিতে গেলে তারা উলটে মহিলা ও ক্লাবের ছেলেদের মারতে শুরু করেন।
advertisement
আরও পড়ুনঃ কারও পৌষ মাস কারও সর্বনাশ! উত্তরবঙ্গের দুর্যোগই ভাগ্য ফেরাচ্ছে ওঁদের, রাতারাতি লাখপতি! জানেন অগোচরে কী ঘটছে আলিপুরদুয়ারে?
এই ঘটনায় ক্লবের বেশ কয়েকজন সদস্যের মাথা ফেটে যায়। পুলিশকে জানালেও পুলিশের তরফে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে পুনরায় কালীমাতা ক্লাবের ছেলেরা দশটি মোটরবাইকে চেপে লাঠি ও উইকেট নিয়ে এসে আবার হামলা চালায়। দুই ক্লাবের মধ্যে মারধর চলে। আহত হন প্রায় ১২ জন। এরপরেই দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকালে খালনা বাগনান রোড অবরোধ করেন পূর্ব ও খালনা সার্বজনীন কমিটির সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কী কাণ্ড! শহরে চিকিৎসা করাতে এসে ‘দুষ্টু’ টোটো চালকের পাল্লায় প্রৌঢ়, জ্ঞান হারিয়ে রাস্তাতেই…! দেবদূত হয়ে এলেন কনস্টেবল
বাঁশ দিয়ে রাস্তা বেঁধে অবরোধে বসেন তাঁরা। যানজট তৈরি হয় রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সকলের সঙ্গে কথা বলে অবরোধ তোলে পুলিশ। এলাকায় মোতায়েন রাখা হয়েছে পুলিশ বাহিনী। এদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লক্ষ্মীপুজোর ভাসান ঘিরে গোলমাল! হাতাহাতিতে ফাটল মাথা, আমতায় রাস্তা আটকে বিক্ষোভ, তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement