West Burdwan News : ছট পুজোয় মুশকিল আসান, বড় ঘোষণা আসানসোলের মেয়রের

Last Updated:

ইতিমধ্যে নতুন ৪০টি ঘাটের টেন্ডার হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মেয়র। ছট পুজোর আগে এই খবরে স্বভাবতই খুশির হাওয়া শহরের অবাঙালি মহলে।

+
আসানসোলের

আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। 

আসানসোল, পশ্চিম বর্ধমান : ছট পুজোর আগে বড় সুখবর দিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। যে খবরে খুশি ছট পুজো পালনকারী শহরের সমস্ত মানুষজন। কারণ আসানসোলে তৈরি হবে নতুন ২৪০ টি ঘাট। যার মধ্যে ইতিমধ্যে নতুন ৪০টি ঘাটের টেন্ডার হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মেয়র। ছট পুজোর আগে এই খবরে স্বভাবতই খুশির হাওয়া শহরের অবাঙালি মহলে।
উল্লেখ্য, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছট পুজো। পশ্চিম বর্ধমানের ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে ছট পুজো উপলক্ষে বিশেষ জাঁকজমক লক্ষ্য করা যায়। কারণ এই সমস্ত এলাকাগুলিতে অবাঙালি মানুষের বসবাস বেশি। তারা ছট পুজোর আনন্দে রীতিমত মেতে ওঠেন। কালী পুজোর আগে থেকেই জেলার বিভিন্ন জায়গাতে ছট পুজোর প্রস্তুতি শুরু হতে দেখা গিয়েছে। প্রশাসনিক মহলে প্রস্তুতি চলছে। তাছাড়াও ছট ব্রতীদের জন্য নানারকম ব্যবস্থা নিয়েছে আসানসোল পুরনিগম।
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার সূর্য প্রণামের উদ্দেশ্যে ছট পুজোর বিভিন্ন ঘাটগুলিতে পুণ্যার্থীরা ভিড় জমাবেন। ভোর পর্যন্ত ব্রত পালনকারীরা থাকবেন নদীঘাট অথবা জলাশয়ের ঘাটগুলিতে। ফলে সেখানে যাতে মানুষ জনের অসুবিধা না হয়, তার জন্য আলোর ব্যবস্থা যেমন করা হচ্ছে, তেমনভাবেই ব্যবস্থা করা হয়েছে শৌচালয়ের। একইসঙ্গে জলাশয়গুলিকে পরিষ্কার করানো হচ্ছে। যে সমস্ত অস্থায়ী ঘাটগুলি রয়েছে, সেগুলিকে মেরামত করা হচ্ছে। আর তার মধ্যে এই নতুন সুখবর দিয়েছেন মেয়র।
advertisement
দীর্ঘদিন ধরেই ছট পুজোর উদ্যোক্তা এবং ছটব্রত পালনকারীদের দাবি ছিল যে, সমস্ত ছট পুজোর ঘাটগুলিতে বেশি মানুষের ভিড় হয়, সেগুলিকে যাতে মেরামত করা হয়। সেখানে যাতে স্থায়ী ঘাট বানানো হয়। আর অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে শীঘ্রই। কারণ মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, শহরের বিভিন্ন জায়গায় মোট ২৪০ টি নতুন ঘাট তৈরি করা হবে। যার মধ্যে ৪০টি টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ফলে আশা করা হচ্ছে, খুব শীঘ্রই সেই ঘাটগুলির কাজ শুরু হবে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Burdwan News : ছট পুজোয় মুশকিল আসান, বড় ঘোষণা আসানসোলের মেয়রের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement