Asansol By Election Results 2022: অবশেষে আসানসোল লোকসভা তৃণমূলের! ৬ বিধানসভাতেই সবুজ ঝড়, কোন রহস্যে?

Last Updated:

Asansol By Election Results 2022: শুরুতে সামান্য ব্যবধানে এগিয়েও গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। তবে রাউন্ড যত এগিয়েছে, গণনা যত এগিয়েছে, ততই ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

আসানসোল ছিনিয়ে নিল তৃণমূল
আসানসোল ছিনিয়ে নিল তৃণমূল
#আসানসোল: আসানসোল লোকসভায় (Asansol By Election Results 2022) প্রথমবারের জন্য ফুটল জোড়া ফুল। দীর্ঘ বহু বছরের চেষ্টার পর এবার শিল্পাঞ্চলের এই লোকসভা কেন্দ্রে জিতল দিদির দল। শুধু তাই নয়, বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়র রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড গড়লেন উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের থেকে ২ লক্ষ ৩০ হাজার ১৩৭ ভোটে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন। আরও তাৎপর্যপূর্ণ হল, আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) সব কটি বিধানসভা কেন্দ্রেই লিড নিয়েছেন। গণনার শুরুর দিকে মনে হচ্ছিল শত্রুঘ্নের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি-র স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)-এর। শুরুতে সামান্য ব্যবধানে এগিয়েও গিয়েছিলেন অগ্নিমিত্রা। তবে রাউন্ড যত এগিয়েছে, গণনা যত এগিয়েছে, ততই ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন তৃণমূল প্রার্থী।
১২তম রাউন্ডের শেষেই তৃণমূল ১ লক্ষ ৯৯ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছিলেন। সেই ব্যবধান বর্তমানে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি। একটা সময় আসানসোল লোকসভার সাতটা বিধানসভার মধ্যে ৪টা-তে এগিয়ে ছিল তৃণমূল, তিনটে-তে এগিয়ে ছিল বিজেপি। শেষ পর্যন্ত সাতটির মধ্যে ছ'টি বিধানসভাতেই লিড নিয়েছেন শত্রুঘ্ন সিনহা। একমাত্র কুলটি বিধানসভায় ৪৬৬ ভোটে লিড পান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল৷ এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি-র হয়ে লড়ে বাবুল সুপ্রিয় জিতেছিলেন ১ লক্ষ ৯৭ হাজারের বেশি ভোটে। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন শত্রুঘ্ন।
advertisement
advertisement
আপাতত যেদিকে যাচ্ছে ফল, শত্রুঘ্ন আড়াই লক্ষ ভোটে জিতলে অবাক হওয়ার থাকবে না। ২০০৯ সালের লোকসভা ভোট পর্যন্ত আসানসোল লোকসভা ছিল বামেদের দখলে, তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১৪ লোকসভায় দোলা সেনকে প্রার্থী করেও বিজেপি-র বাবুল সুপ্রিয়র কাছে হেরে গিয়েছিল তৃণমূল।
advertisement
পাঁচ বছর পর বিজেপি-র বাবুলের হাত থেকে আসানসোল ছিনিয়ে নিতে মুনমুন সেনকে প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুনুমুনও পারেননি তৃণমূল নেত্রীকে আসানসোল এনে দিতে। কিন্তু বাবুল আসানসোল ছাড়তেই সেখানে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেন মমতা। আর সেই অস্ত্রেই এবার আসানসোলে বাজিমাত করল তৃণমূল। যদিও নিজের কেন্দ্রে হার প্রসঙ্গে একদিকে যেমন তৃণমূলের সন্ত্রাসকে দায়ী করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, পাশাপাশি সংগঠনও যে দুর্বল সে কারণেই লোকসভা কেন্দ্রে হারের অন্যতম কারণ, তাও মেনে নিলেন তিনি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol By Election Results 2022: অবশেষে আসানসোল লোকসভা তৃণমূলের! ৬ বিধানসভাতেই সবুজ ঝড়, কোন রহস্যে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement