Agnimitra Paul: আসানসোলে পিছিয়ে পড়েছেন, তার আগেই আশঙ্কার কথা জানালেন অগ্নিমিত্রা পাল! কী ঘটল?

Last Updated:

Agnimitra Paul: গণনা শুরু হওয়ার আগেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, ''আমার আশঙ্কা রয়েছে। তৃণমূল এমনই একটি দল, যারা সন্ত্রাস, হিংসা, চুরি সবই করতে পারে।''

কী বললেন অগ্নিমিত্রা?
কী বললেন অগ্নিমিত্রা?
#কলকাতা: একটি লোকসভা ও একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। কিন্তু বাংলার বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে এই দুই উপনির্বাচনই হয়ে উঠেছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে আজ শনিবার। আর দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল। বালিগঞ্জে বিজেপির অবস্থা শোচনীয়। চতুর্থ স্থানে রয়েছে তাঁরা। যদিও আসানসোলে লড়াই সরাসরি তৃণমূল বনাম বিজেপি। শুরুর দিকে এগিয়ে থাকলেও আসানসোলে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে পিছিয়ে রয়েছন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগিয়ে রয়েছেন দ্বিতীয় রাউন্ডে ৮১২৩ ভোটে এগিয়ে রয়েছেন।
যদিও এদিন গণনা শুরু হওয়ার আগেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, ''আমার আশঙ্কা রয়েছে। তৃণমূল এমনই একটি দল, যারা সন্ত্রাস, হিংসা, চুরি সবই করতে পারে। তাঁরা কিছু ছাপ্পা ভোট দিয়েছে, আর কিছু করতে পারেনি। এখন কাউন্টিংয়ের সময় যদি কিছু করে। নির্দল প্রার্থীদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আপাতত সব ঠিক আছে।''
advertisement
advertisement
অগ্নিমিত্রার সংযোজন, ''তৃণমূল যেখানে, সেখানেই সন্ত্রাস হবে। আমাদের সকলকে হ্যারাস করছে। আমাকে যাওয়ার সময় বলে গেল, 'দিদি কেমন আছেন, খেলা হবে!' সংবাদমাধ্যমকে বলব, নৈতিক খবর তুলে ধরবেন। জয়ের বিষয়ে আমি ২০০ শতাংশ আশাবাদী।
advertisement
এদিকে, বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। উপনির্বাচন হওয়ায় ভোট অনেক কম পড়েছে এবার। কিন্তু প্রথম রাউন্ড থেকেই এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জে চতুর্থ রাউন্ডের শেষে ৬২৯৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agnimitra Paul: আসানসোলে পিছিয়ে পড়েছেন, তার আগেই আশঙ্কার কথা জানালেন অগ্নিমিত্রা পাল! কী ঘটল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement