Ballygunge By Election Results: শীর্ষে বাবুল, বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থান, চতুর্থ হওয়ার আশঙ্কায় বিজেপি!

Last Updated:

Ballygunge By Election Results: শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে ৪৬৭৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়৷

কেমন ফল বালিগঞ্জে?
কেমন ফল বালিগঞ্জে?
#কলকাতা: বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। উপনির্বাচন হওয়ায় ভোট অনেক কম পড়েছে এবার। কিন্তু প্রথম রাউন্ড থেকেই এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে ৪৬৭৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী৷
যা খবর মিলছে, তৃতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী বাবুল পেয়েছেন ৯৭৫১ ভোট, উল্লেখযোগ্যভাবে সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৫০৭৫ ভোট, তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২১৮৬ ভোট আর বিজেপির কেয়া ঘোষ পেয়েছেন মাত্র ৬২১ ভোট। তাৎপর্যপূর্ণ হল, বামেদের দ্বিতীয় স্থানে থাকা আর বিজেপি প্রার্থীর এখনও পর্যন্ত চতুর্থ স্থানে থাকা।
advertisement
advertisement
সবমিলিয়ে বালিগঞ্জে ১৯ রাউন্ড ভোট গণনা হবে৷ কিন্তু যেহেতু বালিগঞ্জে মাত্র ৪১ শতাংশ ভোট পড়েছে, তাই কয়েক ঘণ্টার মধ্যেই এই উপনির্বাচনের ফলাফলের চিত্রটা একেবারে স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছে নির্বাচন কমিশন৷
advertisement
বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে যতগুলি উপনির্বাচন হচ্ছে, বামেদের বিরোধী হিসেবে উত্থান বিশেষভাবে লক্ষ্যনীয়। বালিগঞ্জের ক্ষেত্রেও সেই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজেপি প্রার্থী যেভাবে চতু্র্থ স্থানে পৌঁছে গিয়েছেন, তা গেরুয়া শিবিরের কাছে নিঃসন্দেহে উদ্বেগের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ballygunge By Election Results: শীর্ষে বাবুল, বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থান, চতুর্থ হওয়ার আশঙ্কায় বিজেপি!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement