Kali Puja 2025: এখনও সময় আছে, শুধরে যান! না হলে ঘনিয়ে আসবে আরও ভয়ঙ্কর বিপদ! 'এই' কালীপুজো মণ্ডপে চোখে আঙুল দেওয়া বার্তা

Last Updated:

Kali Puja 2025: পরিবেশ রক্ষার বার্তা কালীপুজোর মণ্ডপে। পরিবেশকে ভাল রাখতে গেলে কী কী করণীয়? গাছ কেটে ফেলে দেওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে ইত্যাদি নানা বিষয় নিয়েই ফুটিয়ে তোলা হচ্ছে আসানসোলের পঞ্চগ্রাম কালীপুজো কমিটির মণ্ডপ 'পরিবেশ'।

+
আসানসোলের

আসানসোলের পঞ্চগ্রাম কালীপুজো কমিটির মণ্ডপে পরিবেশ রক্ষার বার্তা

আসানসোল, পশ্চিম বর্ধমান, রিন্টু পাঁজা: পরিবেশে গাছ একটি মুখ্য ভূমিকা পালন করে। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে নিঃস্বার্থভাবে পরিবেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছে। গাছ পরিবেশের একপ্রকার অমূল্য রত্ন বললেই চলে। তবে অনেক সময় দেখা যাচ্ছে গাছ কেটে দিয়ে কংক্রিটের শহর তৈরি করা হচ্ছে আনাচেকানাচে। যার ফলে প্রভাব পড়ছে পরিবেশের উপরে। নেমে আসছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।
পরিবেশ রক্ষায় এবার সচেতনতার বার্তা ফুটিয়ে তুলতে অভিনব ভাবনা নিয়েছে আসানসোলের এক পুজো কমিটি। পরিবেশকে ভাল রাখতে গেলে আমাদের কী কী করণীয়? বিশেষ করে গাছ কেটে না ফেলে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে। গাছকে যত্ন সহকারে বেড়ে ওঠার জন্য সাহায্য করতে হবে। তবেই এই পরিবেশের ভারসাম্য রক্ষা থাকবে। গাছ কেটে ফেলে দেওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে ইত্যাদি বিষয় নিয়েই ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ।
advertisement
আরও পড়ুনঃ সেলসের চাকরি ছেড়ে ব্যবসা! ‘এইসব’ বানিয়েই মালামাল নদিয়ার গৃহবধূ, উৎসবের মরশুমে ব্যাপক ডিমান্ড, জেলায় জেলায় বাড়ছে চাহিদা
পঞ্চগ্রাম কালীপুজো কমিটির উদ্যোক্তা অলোক মিশ্র বলেন, ‘গাছ না কেটে কীভাবে গাছকে রক্ষা করতে হবে, গাছের যত্ন নিতে হবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই অভিনব ভাবনা। এবারে আমাদের প্রতিমায় বিরাট একটা চমক থাকছে। দর্শনার্থীরা আসলেই দেখতে পাবেন’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  সহজ কিস্তিতে বাজিমাতের টোপ! প্রতারকদের ফাঁদে ভুলেও পা দেবেন না, মালদহে সর্বস্বান্ত বহু পরিবার, কী ঘটেছে জানুন
আসানসোলের নাকটি কন্যাপুর এলাকায় পঞ্চগ্রাম কালীপুজো কমিটি ৩২’তম বর্ষে পদার্পণ করল। আসানসোল শহরের মধ্যে বিগ বাজেটের পুজোর অন্যতম এই পুজো। প্রায় ১০ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ ‘পরিবেশ’। সমগ্র মণ্ডপকে ফুটিয়ে তোলা হচ্ছে বাঁশ, প্লাই, ফোমের বিভিন্ন নকশা করা কাজে। এছাড়াও পাতা, গাছ বিভিন্ন জিনিসপত্র দিয়ে ফুটিয়ে তোলা হবে এই পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপের মাধ্যমে দর্শনার্থীদের বার্তা দেওয়া হচ্ছে কীভাবে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করব। গাছপালা না কেটে পর্যাপ্ত পরিমাণে কীভাবে গাছ লাগিয়ে এই পরিবেশকে সুরক্ষিত রাখব।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গাছ কেটে দেওয়ার ফলে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে। তাই যেন সেটি না নেমে আসে তাই আমাদের সকলকে সচেতন হতে হবে। এই সম্পর্কিত বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলা হচ্ছে এই পুজোর মণ্ডপে। এবারে তাদের পুজোর মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে বিরাট একটি চমক যা দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী পুজো কমিটি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: এখনও সময় আছে, শুধরে যান! না হলে ঘনিয়ে আসবে আরও ভয়ঙ্কর বিপদ! 'এই' কালীপুজো মণ্ডপে চোখে আঙুল দেওয়া বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement